ডোমারে সরকারের দেয়া মসজিদের অনুদান দলীয় নেতা কর্মীরা আতœসাত করায়!! বিক্ষোভ ও সংর্ঘষ।

আনিছুর রহমান মানিক, ডোমার( নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সরকার দলীয় এমপির দেয়া মসজিদের অর্থ সরকারী দলের নেতারা আতœসাত কে কেন্দ্র করে মসজিদের ফটকে বিােভ ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। গত ২৫জুন উপজেলা পরিষদ হলরুমে ডোমার ডিমলার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার ডোমার উপজেলার ৪০টি মসজিদের জন্য ১টি করে স্যোলার ও নগদ ১০ হাজার ৫ শত টাকা  সরকারী অনুদান প্রদান করেন। তার মধ্যে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়া জামে মসজিদে ১টি।
২৬ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের সাধারণ সম্পাদক আজগার আলী বানিয়া মুসুল্লিদের মাঝে হিসাব দেয়ার সময় বলেন, গতকাল এমপির দেয়া স্যোলার ও নগদ ১০ হাজার ৫ শত টাকা  পেয়েছি । তার মধ্যে ৫ হাজার ৫শত টাকা খরচ হয়েছে। সকলে খরচের খাত জানতে চাইলে তিনি বলেন আওয়ামীলীগের নেতাদের দিতে হয়েছে।  নেতাদের নাম জানতে চাইলে তিনি নাম উল্ল্যেখ না করায় মুসুল্লিগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় এসে বিক্ষোভ করতে থাকে। শেষে উপায় না পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলী, দর্জি ছিদ্দিক, জাহেদুল ইসলাম ও জুয়েলের নাম প্রকাশ করায় বিক্ষুব্ধ জনতা তাদে মসজিদ থেকে টেনে হেচরে বের করে উত্তম মাধ্যম দিতে থাকে । অবস্থা বেগতিক দেখে নেতারা সব কৌশলে পালিয়ে যায়। এবিষয়ে মসজিদের সভাপতি এমএ বাছেদ জানান, ২ হাজার টাকা ফিরত দিয়েছে বাকী টাকা দেয়ার কথা রয়েছে। মসজিদের ক্যাশিয়ার মনছুর আলী জানান, এবিষয়ে এমপির দেয়া কোন টাকা অদ্যবদী আমি পাইনি।  ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, সরকারী অনুদান কোন নেতাদের হজম করতে দেয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যাবস্থা নেয়া হবে। মসজিদের অর্থ দলীয় নেতা কর্মীদের পকেটস্ত হওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 5489709057334439801

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item