ডিমলায় ভেজাল খাদ্য প্রতিরোধ ব্যাবস্থা কোথায়?

জাহাঙ্গীর আলম রেজা : ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :জেলার ডিমলা উপজেলা সদর সহ ১৪ টি হাট বাজারে দেদারছে বিক্রয় হচ্ছে বেচে যাওয়া বাসি পঁচা ইপতার সামগ্রি এবং ফরমালিন দেয়া মাছ ফলমূল সব বিষয়ে উপজেলা প্রশাসনের কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি, পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট বাজারে সামূদ্রিক মাছ রাজশাহীর আম,ফলের দোকান গুলোতে আপেল,আঙ্গুর এসবে ফরমালিন আছে বলে এস্থানিয় প্রতিনিধি দলকে অভিযোগ করেছেন সাধারন ক্রেতা এবং সকল শ্রেনীর ভোক্তারাঅপর
দিকে মুদির দোকানে সয়াবিনের সাথে পাম ওয়েল নকল সরিষার তৈল,এসব চুটিয়ে ব্যাবসা করছেন ব্যাবসায়ীরাএদিকে বাবুর হাট,টুনির হাট,নাউতারায়,B.S.T.I - অনুমোদন এবং সরকারী অনুমোতি ছাড়াই বেকারীতে উত্পাদন হচ্ছে কেক,পারুটি,বিস্কুট এসব পন্যতে ব্যবহার করছে চিনির বদলে সেকারিন(ঘনচিনি) ক্ষতিকর ক্যামিকেল যার ফলে সব বয়সের মানুষ কোমল মোতি শিশুদের পেটের পিড়া থেকে কিডনী সহ বিভিন্ন রোগ সমস্যায় জড়িয়ে পরছেতাই এলাকার সচেতন মহলের এক শ্রেনীর জনগন,জন প্রতিনিধি প্রশাসনের দৃষ্টি আরোব করেছেন

পুরোনো সংবাদ

নীলফামারী 6358542308626494175

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item