বীরগঞ্জে জংলি ফল খেয়ে ১১ শিশু হাসপাতালে

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 
দিনাজপুরের বীরগঞ্জে জংলি ফল (জামের গোটা) খেয়ে অসুস্থ হয়ে ১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাদের ভর্তি করা হয়। এর আগে সন্ধ্যা ৬টায় বাড়ির পাশের জঙ্গলে খেলার সময় তারা জামের গোটা নামক ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হলো- উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাজিপাড়া গ্রামের আবু বক্করের ছেলে হাসান মারুফ (৬), একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে সাথী (৬), তসলিমা (১০), মালেক হোসেনের ছেলে জাহিদ হাসান (৫), মিজানুর রহমানের ছেলে নুরুজ্জামান (১০), ইজারুল ইসলামের মেয়ে মারুফা (১০), করিমের মেয়ে কারিমা খাতুন (৮) তুফানির মেয়ে সুইটি আরা (৮), রেজাউল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩), নাসির হোসেনের ছেলে জুয়েল (৬) ও সেন্টুর ছেলে নাহিদ হোসেন (৮)। 

অসুস্থ হাসান মারুফের বাবা আবু বক্কর জানান, বিকেলে পাশের একটি জঙ্গলে প্রতিবেশী ১১ শিশুসহ তার ছেলে মারুফ খেলা করছিল। খেলা শেষে সবাই বাড়ি ফিরে বমি করে। প্রথমে স্বাভাবিক মনে করলে সময় বাড়ার সাথে সাথে শিশুদের বমির পরিমাণ বেড়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে সব অভিভাবক রাত সাড়ে ১০টায় শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহামুদুল হাসান পলাশ জানান, জংলি ফলের বিষক্রিয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তাদের দ্রুত হাসপাতালে আনা উচিত ছিল। বর্তমানে শিশুরা অনেকটা সুস্থ। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে। তারা এখন আশঙ্কামুক্ত।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5937051470947394311

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item