প্রতিবাদের ৪ দিনের মাথায় ডোমার চিলাহাটি সড়কের কাজ শুরু হওয়ায়!! এলাকাবাসী আনন্দিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে প্রতিবাদের ৪ দিনের মাথায় সংকারের কাজ শুরু করায় এলাকাবাসী আনন্দিত। রেলঘুন্টি পার হয়ে মায়া সিনেমা হলের পাশ দিয়ে ডোমার চিলাহাটি মহা সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রায় দূর্ঘটনা ঘটছে। অনেক মানুষ আহত হয়েছে।
১৬জুন এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবীতে রাস্তার উপরে ধানগাছ রোপন করে প্রতিবাদ জানায়। এতে কর্তৃপে টনক না নরায় ১ দিনের মাথায় আবারো ধান বোঝাই ট্র্যাক উল্টে ৬ জন আহত হয়। ১৭জুন দূর্ঘটনার পরেই রেলগেটে শান্তি পূর্ণভাবে মানব বন্ধন কর্মসূচি পালন করে ঠিক সেই সময় সরকার দলীয় লোক ও পুলিশী হামলায় তা পন্ড হয়ে যায়। তার পরই আন্দোলন থেমে নেই। গতকাল শনিবার ডোমার পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের নের্তৃতে রাস্তায় ইট বালু লাগিয়ে কাজ শুরু করায় মায়া ও শান্তা মার্কেটের মানুষ সহ অনেকে খুশিতে আতœহারা হয়ে পড়েছে। এর জন্য পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশী সকল আন্দোলন কারীকে ধন্যবাদ জানিয়েছে     উদ্দোক্তা আনিছুর রহমান মানিক। অতিসত্তর রাস্তাটি সংস্কারে কর্তৃপরে হস্তপে কামনা করেন এলাকাবাসী।          

পুরোনো সংবাদ

নীলফামারী 8841221572488633144

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item