জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নগরীর মন্থনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানোর ঘটনায় পাল্টাপাল্টি মামলা

হাজী মারুফ,ব্যুরো প্রধান,রংপুর ব্যুরোঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানোর ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করার খবর পাওয়া গেছে। এতে ৯জনকে গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মহানগরীর মন্থনা জোলাপাড়া এলাকায়। 

জানা গেছে, মহানগরীর মন্থনা জোলাপাড়া এলাকায় হবিবর রহমান ও ইউনুস আলীর নেতৃত্বে প্রতিবেশি নুরুল ইসলামের মেয়ে লিপি বেগমসহ তার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহতবস্থায় মঞ্জুরুল ইসলাম মিঠু, নুর আলম, জমিলা বেগম, লিপি বেগম, নুর মোহাম্মদ সাইদুল ইসলাম,সহ ৯জন আহত হয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
সুত্র জানা যায়,  ক্রয় সুত্রে প্রাপ্ত মৃত নুরুল ইসলামের মেয়ে লিপি বেগমগং ১৭শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। ২০১২সালে প্রতিবেশি হবিবর রহমান ও ইউনুস আলীগং জমিটি তাদের বলে দাবি করেন। একের পর শালিস হওয়ার পর ২০১৫সালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিরা জমিটি ২ভাগে ভাগ করার প্রস্তাব  দেয়। এতে লিপি বেগম রাজী না হওয়ায় উভয়ের পক্ষের মধ্যে অন্তরদ্বন্দ্ব দেখা দেয়। হবিবর ও ইউনুসগং সুপরিকল্পিতভাবে গত ১৮জুন রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৭৭/৫৩২। মামলা দিয়ে গত ১৯জুন শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় প্রভাবশালিদের নিয়ে হবিবর ইউনুসগং লিপি বেগমের পরিবারের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়।  হাসপাতালে চিকিৎসাধিন থাকাবস্থায় হবিবর ও ইউনুসগং স্থানীয় বহিরাগতদের সাথে নিয়ে জমির সব গাছপালা কেটে ৩টি ঘর উত্তোলন করেন। এঘটনায় লিপি বেগম বাদী হয়ে গত ২০জুন মামলা দায়ের করেন। অপরদিকে  হামলার ঘটনা ধামাচাপা দিতে ইউনুস আলীর স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে পরেরদিন উল্টো মামলা করেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
২টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান প্রথম খবরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গাছগুলো কাটা ছিল, পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া যাবে না। অপর একটি মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

পুরোনো সংবাদ

রংপুর 5624861298397450915

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item