পাগলাপীরের বিভিন্ন স্পটে জমজমাট জুয়া মদ ও দেহ ব্যবসা চলছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাস  উপো করে রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন স্পটে জমজমাট জুয়া মদ গাজা ও ভাসমান পতিতা দিয়ে দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে হরিদেবপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র পাগলাপীর বন্দর, নামা বাজার, হরকলির হাট, শিবের বাজার, পান বাজারের বিভিন্ন পরিত্যাক্ত দোকান ঘর, কাব সমিতির
অফিস ঘরে, গোডাইন বাড়িতে ও হরকলির লিচু বাগানে সহ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার ভিতরে বাঁশ ঝারের নিচে চলছে জমজমাট জুয়ার আসর। অপর দিকে পাগলাপীর বন্দরের বিভিন্ন দোকান পাটের পিছনে, নামা বাজার, হরকলির লিচু বাগান, শিবের বাজার ও পান বাজারে সহ বিভিন্ন স্থানে মদ গাজা ভাঙ্গ তারী ফেন্সিডিল হিরোইন ইয়াবা টেবলেট আফিম সহ বিভিন্ন মাদক দ্রব্য অবাধে সেবন ও বিক্রি হচ্ছে। এছাড়াও পাগলাপীর বন্দরের নামা বাজার, মেরি টকিজ (শিপন শুভ আবাসিক হোটেল), শিবের বাজার, পান বাজারের বিভিন্ন পরিত্যাক্ত দোকান ঘরে ও লিচু বাগান সহ বিভিন্ন বাসা বাড়িতে ভাসমান পতিতা দিয়ে চলছে জমজমাট ভাবে দেহ ব্যবসা। অভিযোগ উঠছে থানা পুলিশকে নিয়ন্ত্রন করে একটি সংবদ্ধ দল উল্লিখিত পয়েট গুলোতে জমজমাট জুয়া মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন বাসির অভিযোগ উল্লেখিত স্পটে জুয়া মাদক ও দেহ ব্যবসা চলায় এলাকার  শিতি বেকার যুবক সহ নিন্ম আয়ের মানুষরা সেখানে ধাবিত হয়ে নিস্ব সর্বশান্ত পড়ছেন। অনেকে একই সব নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকায় চুরি ছিনতাই সড়ক ডাকাতি সহ নানা অসামাজিক কার্যকলাপে জরিয়ে পড়ছেন। অভিযোগ উল্লেখিত স্পট গুলোতে জুয়া মাদক ও দেহ ব্যবসা বন্ধে থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোন ভূমিকা না থাকায় ইউনিয়নের সচেতন মহল উদিগ্ন হয়ে পড়ছেন। অভিযোগ উঠছে সম্প্রতিকালে কোথয়ালী থানা ডিউটিরত পুলিশ প্রশাসন ইউনিয়নের উল্লেখিত স্পট গুলোতে অভিযান চালিয়ে জুয়া মাদক বিক্রেতা  ভাসমান পতিতা ও সর্দারকে গ্রাফতার করলেও থানা পুলিশ টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে। পরবর্তিতে টাকার বিনিময়ে ছাড়া পাওয়া আসামিরা থানায় কন্টাক করে পূনরায় তাদের জুমা মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে সাম্পতিকালে কোথয়ালী থানা পুলিশের গ্রেফতার বানিজ্য ঘটনায় আজ হরিদেবপুর ইউনিয়নের সর্ব শ্রেণি মহলে পুলিশের ভাব মূতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যপারে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের সর্বপুরি মহল ইউনিয়নের উল্লেখিত স্পট হতে জুয়া মাদক ও দেহ ব্যবসা বন্দে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহানের জন্য অত্র ইউনিয়রে চেয়ারম্যান সহ প্রশাসনের উদ্ধতম মহলের দৃষ্টি কামোনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 8309608656480956242

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item