চিলাহাটিতে দোকানঘর মেরামত করতে গিয়ে মালিক সন্ত্রাসীদের হামলার সম্মুখীন

এ আই পলাশ ঃ দেশের প্রচলিত আইনকে দেশের মানুষ যেমন  শ্রদ্ধা  করে তেমনী দেশের মানুষ সন্ত্রাসী কর্মকান্ডকেও ঘৃনার চোখে দেখে। তবে কিছু সংখ্যক মানুষ আছে আমাদের পরিবেশে তারা চায় সন্ত্রাসী কর্মকান্ডকে লালন করতে। তেমনী একটি ঘটনা, প্রকৃত দোকান মালিক তার নিজেস্ব জমিতে দোকান মেরামত করতে গিয়ে পার্শ্ববর্তী দোকান মালিকের সন্ত্রাসী কর্মকান্ডের সম্মুখীন হয়। বর্তমানে এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। 

মামলার অভিযোগে জানা গেছে, নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসাবের পরিচিত বাজার চিলাহাটি বাজার। গত ১৯ জুন ২০১৫ইং থেকে চিলাহাটি চৌরাস্তা মোড়ে লতিফুল হায়দার সবুর মালিকানাধীন ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের মেরামতের কাজ শুরু হয়। তার হোটেলের পার্শ্ববর্তী ফারহা কথ স্টোর দুই দোকানের মধ্যেবর্তী দেয়ালটি উভয় পই ব্যবহার করবে মর্মে যাহা ১৫ বছর পূর্বে স্টাম্প পেপারের মাধ্যমে একটি ডিডও লেখা রয়েছে এরই প্রেেিত হোটেল মালিক লতিফুল হায়দার সবু সেই দেয়ালটি মেরামতের জন্য ফারহা কথ ষ্টোর এর মালিক মোকাজ্জল হোসেন ও তার এক পুত্র ফাহিম এর সাথে আলোচনা করেন। প্রথম পর্যায়ে সেই দেয়ালটি মেরামতের সম্মতি জানান মোকাজ্জল ও ছেলে ফাহিম। সেই সুত্র ধরেই গত ২৮ জুন ২০১৫ইং সকাল ৯.০০ টার দিকে মিস্ত্রীগন মোকাজ্জল এর বাড়ীতে গিয়ে দেয়াল মেরামতের অনুমতি চাইলে তার পুত্রদ্বয় বিভিন্ন ধারাল দেশী অস্ত্রে সজ্জিত হয়ে হোটেল মালিক লতিফুল হায়দার সবুর উপর হামলা চালাতে এসে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এ সময় উভয় পরে মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে মোকাজ্জলের পুত্র সোহেল ৩৪ তার কমর থেকে ধারাল রাম দা বের করে লতিফুল হায়দার সবুকে মাথায় আঘাত করার পূর্ব মূহুর্তে হাতে নাতে স্থানীয় জনতা ধরে ফেলে। সেই মুহুর্তে সন্ত্রাসী সোহেল ও তার সন্ত্রাসী ভাইরা সুকৌশলে সটকে পড়ে পরে। ঘটনা স্থলে পুলিশ এসে রাম দাটি উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে হোটেল মালিক লতিফুল হায়দার সবু থানায় উপস্থিত হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-জি আর ১ তাং-২৮/০৬/২০১৫ইং। আসামীগন হলো মোকাজ্জল (৭০), সোহেল (৩৪), শাহিন (৩৮), বাবু (৩২), রনি (৩০) ফাহিম (৪০)। বর্তমানে এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2352188433275741796

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item