ডোমার বিদ্যুৎ বিভাগের উন্নতি দিনের বেলায় যেমন তেমন রাতের বেলায় নেই!

এ.আই. পলাশ, - নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী, কেতকীবাড়ী  ইউনিয়ন সহ চিলাহাটি এলাকার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকরা আজ এই রমজান মাসে বিদ্যুৎ বিভাগের লুকোচুরি খেলায় নাঝেহাল হয়ে পড়েছে । বিশেষ করে ভেপসা গরমে জন জীবনের অবস্থা দুর্বিসহ পর্যায়ে দাড়িয়েছে। জানা গেছে ডোমার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের লোডশেডিং-এর আওতা চিলাহাটিসহ ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নের হাজার হাজার বিদ্যুৎগ্রাহকরা দীর্ঘ দিন যাবত এই লোড শেডিং এর প্রতিবাদ করে আসছিল।
ইতিমধ্যে কয়েকবার এলাকার বিদ্যুৎগ্রাহরা গণআন্দোলনের ডাক দিলে সমাবেশের পূর্বেই ডোমার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর বিশেষ অনুরোধে সেই আন্দোলন প্রত্যাহার করে এলাকার মানুষ। দুই-এক দিন নিয়মিত বিদ্যুৎ থাকলেও তার পর শুর হয় আবার সেই অনিয়মতান্ত্রিকভাবে লোডশেডিং-এর পালা। বিদ্যুৎ বিভাগ এই এলাকাসমুহে বিদ্যুতের চাহিদামত  বিদ্যুৎ সরবরাহ করতে না পারলেও নতুন সংযোগের ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষ বসে নেই। প্রতিদিন তারা বিভিন্ন এলাকায় নিত্যনতুন বিদ্যুতের সংযোগ দিয়েই চলছে। বর্তমানে এই এলাকায় ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টাও বিদ্যুৎ থাকে না,। তার উপর ঘন ঘন লোডশেডিং-এ পড়ে এলাকার বিদ্যুৎ গ্রাহকদের এই রমাজনে মাসে নাঝেহাল হয়ে পড়েছে, যে সময় টুকু থাকে তাও লো ভোল্টেজ । অপরদিকে রোজাদারগণ ইফতারী পর তারাবির নামাজের প্রস্তুতি নিলেই তার পূর্বেই বিদ্যুৎ চলে যায়। অথচ বর্তমান সরকার এই রমজান মাসকে সামনে রেখে বিভিন্ন পত্র পত্রিকায় ঘোষণা দিয়েছিল যে, রমজান মাসে বিদ্যুতের লোডশেডিং থাকলেও তারাবি, শেহেরী ও ইফতারীরর সময় বিদ্যুৎ ঠিক থাকবে। কিন্তু ডোমার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রকৌশলী বর্তমানে সরকারে সেই নির্দেশকে অমান্য করে করে তারাবি, শেহেরী ও ইফতারীরর সময় বিদ্যুতের লোডশেডিং-এর আওতায় ফেলে রোজাদারগণকে জিমি করে রেখেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4862485949779583200

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item