দেখার যেন কেউ নেই ,ডিমলায় পি,ডি,বি,র ১১ হাজার বিদ্যুত্ টেনাসফ্রমার ২৪ ঘন্টা থেকে বিকল

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা সদর প্রান কেন্দ্রের মেইন রোড সংলগ্ন বাবুর হাট গ্রোথ সেন্টার বনিক সুমিতির কার্যালয়ের সামনে,ও তরিকুলের মুদি দোকানের সমুক্ষে একটি ১১ হাজার ক.ঠ বিদ্যুত্ টেনাসফ্রমার গত কাল থেকে বিকল হয়ে আছে।প্রত্যক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা গেছে যে গতকাল সন্ধ্যায় দির্ঘ্যক্ষন র্স্পাকিং করতে করতে বিষ্ফোরণ ঘটায় বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সে কারনে ডিমলা বাবুর হাট বাজারের কয়েক শত ব্যবসা প্রতিষ্ঠান,কলকারখানা,সহ বসত বাড়ী বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে আছে।মুসলিম জাতীর পবিত্র রমজানের প্রথম তারাবি এবং সাহরী করতে হয়েছে বিদ্যুত্ ছাড়া অন্ধকারে।পি.ডি,বি বিদ্যুত্ বিভাগ থেকে এখন পর্যন্ত সমস্যা সমাধানের কোন ব্যবস্হা গ্রহন করা
হয়নি।শত শত ব্যবসায়ী ও এলাকাবাসী জানেনা কবে বা কখন বিদ্যুত্ পাবে।তবে তারা ভাল ভাবেই জানে ডিমলায় পি,ডি.বি বিদ্যুত্ সমস্যা দ্রুত সমাধান করার মত কেউ নেউ। সংশ্লিষ্ঠ কতৃপক্ষ্য উদাসীনকতা পরিহার করে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে।এদিকে ভ্যাসপা গরম আর পবিত্র মাহে রমজানের মাস হওয়ায় বিদ্যুত্ এর প্রয়োজনীয়তার প্রভাব পড়ছে । বিদ্যুত্ ইলেকট্রিশিয়ান ব্যাক্তিদের কাছে জানতে চাইলে তারা বলেন আমারা জানি না বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা গণকে জিজ্ঞাসা করেন কবে এই টেনাসফ্রমা ঠিক হবে?

পুরোনো সংবাদ

নীলফামারী 3050827827010275606

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item