ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নে ভূয়া কাজীর খপ্পরে বহু বাল্য বিবাহ সম্পন্ন

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের ৩টি ওয়ার্ডে ভূয়া কাজীর খপ্পরে বহু বাল্য বিবাহ সম্পন হয়েছে। প্রতিরোধে নেই কোন উদ্দ্যোগ এতে একদিকে যেমন বাল্য বিবাহ বেড়ে চলেছে অপদিকে বিবাহ সম্পর্কিত আইনী জাটিলতায় পড়ছে ভূক্তভোগীরা।  সরেজমিনে জানাযায়, গত ৩ মাসে উক্ত ইউনিয়নে বেতগাড়া গ্রামে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ভূয়া কাজী বেতগাড়া বড়মতল এলাকার রফিকুল ইসলামের পুত্র তারিফুল ইসলাম নিজেকে কাজী পরিচয় দিয়ে অনুমোদন ছাড়াই র্নিদিধায় বে-আইনীভাবে বাল্য বিবাহ সহ নানা অবৈধ বিবাহ রেজিষ্ট্রি করে আসছে।
 খোজ নিয়ে দেখা গেছে এরমধ্যে বাল্য বিবাহ হয়েছে ৫টি। এজন্য ভূয়াকাজী তারিফুলের পাশাপাশী ইউনিয়ন পরিষদ কর্তৃপকে দায়ী করেছে এলাকার সচেতন মহল। অনুসন্ধানে আরো জানাগেছে, হলহলিয়া ভাটিয়া পাড়া গ্রামের হলহলিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের জেএসসি পরীার্থী আব্দুর রহিমের কন্য রহিমা বেগম(১৩)। একই গ্রামের গোফ্ফারের কন্যা রানু(১৪) ৭ম শ্রেনী। মনোয়ারের কন্যা গোলাপী (১৩) ৮ম শ্রেনী। ফকির পাড়া গ্রামের দুলাল হোসেনের পুত্র তরিকুল(১৬)। সহ বহুবাল্য বিবাহ পড়ানোর অভিযোগ পাওয়া গেছে তারিফুলের বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের সংবিধানে বাল্য বিবাহ আইন ১৯২৯ সংশোধনী -১৯৮৪ সালের ৫ ও ৬  ধারা মোতাবেক দন্ডনীয় অপরাধ হলেও , সরকারী আইনকে বৃদ্ধাঅঙ্গুল দেখিয়ে এলাকার ভূয়া কাজী  তারিফুল ইসলাম বহু বাল্য বিবাহ সম্পন্ন করে আসছে। এবিষয়ে তারিফুলের কাছে কাগজ দেখতে চাইলে কোনো প্রকার কাগজ দেখাতে পারে নাই। সে জানায় দেবীগঞ্জ এলাকার আবুল কাজীর কাগজ দিয়ে বিয়ে পড়াচ্ছি। অথচ আবুল কাজী তা অস্বিকার করে বলেন, আমার খাতা কাউকে দেইনি। এলাকাবাসী জানান, দেবীগঞ্জের আবুল কাজীর যোগসাজেসে মোটা অংকের অর্থ নিয়ে তারিফুল এই অপকর্ম চালিয়ে আসছে। এবিষয়ে জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, কাদের কাজীর মৃত্যুর পড়ে এই ইউনয়নের জন্য বেলাল কাজীকে অতিরিক্ত দায়িত্ব দেয় জেলা রেজিষ্ট্রার। তারিফুলের কোন বৈধ কাগজপত্র নেই সে গোপনে বিয়ে রেজিষ্ট্রির কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান জানান, সরেজমিনে  ভূয়া কাজীকে আটক করে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন করবো। বাল্য বিবাহ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূয়াকাজী তারিফুলের  অবৈধ কার্যক্রম বন্ধ সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী করেছেন এলাকাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 4981529329545824662

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item