নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
  শত কোটি জনের অপার স্বপ্ন,একটি বিশ্ব,করি না নিঃস্ব এই প্রতিপাদ্য কে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের , গাছের চারা বিতরন সহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি জেলা প্রশাসকের সম্মেলনে এসে আলোচনা সভায় মিলিত হয়।  জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেইন,সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) লিয়াকত আলী, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, কৃষি বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্রিস আলী, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী জেলা চেম্বারের সভাপতি এসএম সফিকুল ইসলাম ডাবলু, সম্মিলিত সাংস্কৃতিকজোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, মুক্তিযোদ্ধা আমিনুর ইসলাম প্রমুখ।  আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের চত্বরে বনবিভাগের পক্ষে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়। এ ছাড়া শিশু একাডেমী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে।

পুরোনো সংবাদ

আরও... 2013358538791472103

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item