সরকারি গাছ সরকারি দলের নেতারাই কাটবো শ্রমিকলীগ নেতার দাপট

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ আমাকে গাছ কাটতে বাধা দিবেন না। আমি পানি উন্নয়ন বোডের কর্মকর্তাদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে ৩০ হাজার টাকায় গাছ কিনেছি। তাই গাছ কেটে নিয়ে যাচ্ছি। শনিবার সকালে  তিস্তানদীর বার্নিরঘাট বিজিপি ক্যাম্প সংলগ্ন পাটগ্রাম পাড়ায় একটি লক্ষটাকা মূল্যের বিরাট শিমুল গাছ কর্তনের সময় বাধা দিতে আসা লোকজন কে এই কথা গুলো  দাপটের সাথে বলছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের শ্রমিক লীগ সভাপতি ও করাতকল মালিক সহর আলী। এই নেতা দিন দুপুরে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তিনি পুনরায় দাপটের সাথে মানুষজন কে শুনিয়ে বললেন আমি শ্রমিকলীগ করি। আমি ইচ্ছা মতো পানি উন্নয়ন বোডের গাছ  কাটুম। আমার করাতকলে শত শত সরকারি গাছ পড়ে আছে। সরকারি গাছ সরকারি দলের নেতারা কাটবে এটাই বাস্তব। আপনাদের যা করার আছে করেন।

এলাকাবাসী অভিযোগ করে জানায় সহর আলী সরকারি দলের নেতার দাপট দেখিয়ে তিস্তার বাধ সহ বন বিভাগের অসংখ্য মূল্যবান কেটে নিয়েছে এবং নিচ্ছে। এর আগে চলতি বছরের গত ২৬ শে মার্চ সহর আলী একই কায়দার পানি উন্নয়ন বোডের দুইটি শিমুর গাছ কেটে নিয়ে যায়। ঘটনার পরদিন ২৭ মার্চ সহর আলীর করাতকল থেকে শিমুল গাছের ৬টি লক উদ্ধার করে পাউবোর সিবিএ নেতারা। অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের তিস্তার ব্যারাজের সহকারী প্রকৌশলী তোবারক হোসেন, পাউবোর শ্রমিক নেতা বুলবুল, রোকনুজ্জামান বাবুলের সাথে আঁতাত করে দিন দুপুরে দীর্ঘদিন থেকে গাছ কেটে নিয়ে যায় সহর  আলী। টেপাখড়িবাড়ী ইউনিয়নের মতির বাজারে তার করাত কলে  চোরাই গাছের বিশাল সÍুপ রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের  নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, কোন গাছ টেন্ডারে বিক্রি করা হয়নি। সহর আলী গাছ চুরি করে কাটছে।  বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  সহকারী প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 6997935574437328140

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item