ডিমলায় মসজিদে ওয়াকফ্ এষ্টেট এর জমি জবর দখলের অভিযোগ ।

ডিমলা  (নীলফামারী) প্রতিনিধি ॥ নীলফামারীর ডিমলা উপজেলায় মসজিদে ওয়াকফ্ এষ্টেট এর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।বে বিষয়ে ডিমলা থানায় একটি মামলাও হয়েছে।মামলা সূত্রে জানা যায়,নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিমখড়িবাড়ী ইউনিয়নের মহিউদ্দিন ওয়াকফ্ এষ্টেটের মহিউদ্দিন কর্তৃক প্রদত্ত দলিল নং ১৭৮১/৩২ ও ১৭৮৮/৩২ মূলে দৌহিত্র হিসাবে ওয়াকফ্ এষ্টেটের মোতায়ালী হলেও বিপক্ষ ময়নুল ইসলাম পিতা - মৃতঃ সিরাজুল ইসলাম সাং খগাখড়িবাড়ী। ঢাকা ওয়াকফ্ ভবন নিউ স্কাটন রোড ঢাকা- ১০০০ বরাবরে প্রভাবিত করে উল্লেখিত ওয়াকফ্ এষ্টেটের মোতায়ালী নিযুক্ত হযে ক্ষমতা বলে ওয়াকফ্ এষ্টেটের মূল মালিকের প্রদত্ত শর্তাবলি ভঙ্গ করে দলিলের শর্ত মোতাবেক ধর্মীয় অনুষ্ঠানেও মূল মালিক মহিউদ্দিন এর ওয়ারিশদের ভাতা সহ মসজিদের ইমামের বেতন ও মসজিদের উন্নয়ন না করে খেয়ালখুশি মত ওয়াকফ্ এষ্টেটের জমি একক ভাবে ভোগ দখল করে।
এমতাবস্থায় ৩১/০৫/২০১৫ ইং তারিখ সকাল অনুমান ৮ ঘটিকা সময় মহিউদ্দিন ওয়াকফ্কৃত মসজিদের উপর দিয়ে নিজ খেয়ালখুশি ও একক সিদ্ধান্তে বহিরাগত ভূমিদস্যু দিয়ে পেশিশক্তি বলে কাঁচা রাস্তা নির্মান করে। মসজিদে জামাতবাসী বাধা দিলে তাদেরকে হুমকি প্রদর্শন করে। বাদীপক্ষ নিরুপায় হয়ে ডিমলা থানায় জিডি নম্বর -১২৭৫ দায়ের করেন। সরেজমিনে দেখাগেছে মহিউদ্দিন ওয়াকফ্ এষ্টেটের মোট জমি ১৮.৭৯ (আঠার একর উনআশি শতক) জমি হইলেও বর্তমানে ৫.০০( পাঁচ একর) জমি বিদ্যমান আছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item