ডোমারে এক গাঁজাসেবীর ৬ মাসের কারাদন্ড

আনিছুর রহমান মানিক,নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে প্রকাশ্যে মদ ও গাঁজা সেবনের অভিযোগে মিলন সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার সকাল ১১ টায় ডোমার থানার এএসআই আব্দুর রউফ মন্ডলের নেতৃত্বে ও সংঙ্গীয় ফোর্স সাথে নিয়ে বোড়াগাড়ী বাজার হতে মদ ও গাঁজা সেবন করে মাতলামী করা অবস্থায় তাকে গ্রেফতার করে। দন্ডপ্রাপ্ত মিলন  সাহা উপজেলার বোড়াগাড়ী হাট এলাকার মৃতঃ রাম নারায়ণ সাহার পুত্র। দুপুরে মিলনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ শফিউর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) টেবিল ১০ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার থানার ওসি (তদন্ত) আইয়ুব আলী  জানান, মিলন সাহা দির্ঘদিন ধরে নানা ধরনের মাদক সেবন করে আসছে। তার বাড়ির লোকজন বেশ কয়েকবার মৌখিক ভাবে থানায় অভিযোগ করেছে। পরদিন সকালে দন্ডপ্রাপ্ত মিলনকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item