জলঢাকা স্কুল শিক্ষকের নেতৃত্বে অগ্নি সংযোগ, লুটপাট/আহত-৪

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
জলঢাকায় সাবেক চেয়ারম্যানের ছেলে স্কুল শিক্ষক নজরুলের নেতৃত্বে চারটি ঘরে অগ্নি সংযোগ করে নগদ অর্থসহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এবং চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গোপালঝাড়
চরভরট এলাকার ১নং ওয়ার্ডের তয়েজ উদ্দিনের বাড়িতে। এলাকাবাসী ও অভিযোগকারী জানান পাশের এলাকার মৃত এছাহাক আলীর পুত্র মামুনর রশিদ এর সাথে দীর্ঘদিন যাবত ওই এলাকার মৃত সদর মামুদের পুত্র তয়েজ উদ্দিনের সাথে  জমি সংক্রান্ত  বিবাদ চলছিল। সেই জমিতে তয়েজ উদ্দিনের জামাতা বীজতলা তুলতে গেলে মামুনর রশিদের সাথে ঝগড়া লাগে। সেই খবর ছড়িয়ে পরলে ওই এলাকার প্রভাব শালী সাবেক চেয়ারম্যানের ছেলে আনছার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনর রশিদের চাচাত ভাই নজরুল ইসলামের নেতৃত্বে ৪০-৫০ জন  লোক নিয়ে তয়েজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে নগদ ৩৫ হাজার টাকা সহ মুল্যবান জিনিস পত্রাদি লুট করে। এ সময় তারা চারটি টিনের ঘর জ্বালিয়ে দেয়। লাঠি ও অস্ত্রের আঘাতে নুরনাহার, নুরুল হক, দেলোয়ার আহত হয়। তয়েজ উদ্দিন জানান, নজরুল তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে সব লুট করে নিয়ে যায়। আগুন দিয়ে চারটি ঘর পুড়িয়ে দেয় যাতে একশত মন ভুট্টাসহ আসবাবপত্র ছাই হয়ে যায়। এতে আমার ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকারও বেশি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 28498556081994980

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item