ডোমারে অর্পিত সম্পত্তিকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের হাতাহাতি,এলাকায় চরম উত্তেজনা ।

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে অর্পিত সম্পত্তি নেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু- গ্রুপের হাতাহাতি ।গত রবিবার সন্ধ্যায় এ হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।
জানা গেছে,উপজেলার ডোমার পৌরসভার পশ্চিম বোড়াগাড়ী
মৌজার খতিয়ান নং- ৮২২, দাগ নং-১৫৩৫, জমির পরিমান- ০.০৮ একর, অবকাঠামো ৪৮৩.১০ বর্গপুট এবং বানিজ্যিক অবকাঠামো -৯৬৯.৯৮ বর্গফুট এলাকায় মৃত গিরিধারী তৌদির পুত্র সিতারাম তৌদি লীজ নিয়ে প্রায় ৫০ বছর ধরে বসবাস ও ব্যবসা করছিলেন । সম্প্রতি তিনি তার লীজকৃত জমি নীলফামারীর জেলা প্রশাসকের নিকট ইস্তেফা দেন ।এমনাবস্তায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ীর মৃত মকছেদ আলীর পুত্র মশিয়ার রহমান,সফিয়ার রহমান, মৃত আব্দুল মজিদের পুত্র আওয়ামীলীগের ডোমার উপজেলা শাখার সাবেক সাঃ সম্পাদক শহিদুল হক ,ছোটরাউতার মৃত পেয়ারী মোহন রায়ের পুত্র অমুল্য রায়, মৃত আবুল হাসেমের পুত্র মহিউদ্দিন আহম্মেদ আবেদন করলে গত ২৫/০৫/১৫ ইং তারিখে ১৪২২ সালের লীজ পেয়ে সরকারী নিয়ম মেনে ভোগ দখল করছেন ।এ  অর্পিত সম্পত্তি দখলের মহড়া চলছে দফায় দফায় ।এ ব্যাপারে ডোমার থানায় ভুমিদস্যূদের নিয়ে লীজধারীদের পক্ষে আওয়ামীলীগের ডোমার উপজেলা শাখার সাবেক সাঃ সম্পাদক শহিদুল হক লিখিত অভিযোগ করেছে গত ০৩/০৬/১৫ তারিখে।এ ঘটনাকে কেন্দ্র করে ছয় দফা দাবী ও আগরতলা মামলা যড়যন্ত্র মামলা দিবসের নামে উপজেলা আওয়ামীলীগের সভা আহবান করা হয় গত রবিবার বিকালে জেলা পরিষদের ডোমার উপজেলা ডাক বাংলায়।এ সময় সিতারাম তৌদির লীজকৃত জমি দখল করে উপজেলা আওয়ামীলীগের অফিস করা নিয়ে আওয়ামীলীগের কিছু নেতা বক্তব্য দিলে বাংলাদেশ ছাত্রলীগের ডোমার উপজেলা শাখা সভাপতি ওয়াসিফ আহম্মেদ সোহাগ ও তার সমর্থকরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া,হাতাহাতি,চেয়ারভাংচুর শুরু হয় ।এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে ।
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের ডোমার উপজেলা শাখার সভাপতি ওয়াসিফ আহম্মেদ সোহাগ জানান,৭ই জুন আগরতলা ষড়যন্ত্র মামলা উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ উপজেলার নেতৃবৃন্দুকে ডাকলেও কিছু নেতাকর্মী আসে ।তারা আমার বাবার লীজকৃত জমি ও দোকানপাট দখল করে আওয়ামীলীগের অফিস করা নিয়ে বক্তব্য দিলে আমি প্রতিবাদ করলে তারা চেয়ার ভাংগে,গন্ডগোল শুরু হয় ।তারা ইতিপুর্বেও অন্যের লীজকৃত জমি দখল করে দলের নাম ব্যবহার করে সাইনবোর্ড দেয় ।
এ ব্যাপারে সেচ পাম্প মালিক সমিতির সভাপতি ,সুজনের ডোমার উপজেলা শাখার সাঃ সম্পাদক এবং দুনীতি দমন কমিশন,ডোমার উপজেলা শাখার সদস্য গোলাম কুদ্দুস আইয়ুব জানান,ডোমারে ভুমি দস্যূরা ভুমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে ।সরকারী ,বে-সরকারী কোন জমিই তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ।সরকারী দলের ছত্রছায়ায় তারা অপকর্ম করে যাচ্ছে ।এতে করে সরকারের ভাবমুর্তি ক্ষন্ন হচ্ছে ।ডোমার পৌরবাসীর  স্বপ্নের শিশুপার্কটির স্থানটিও তাদের হাত থেকে রেহাই পায়নি ।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম জানান,আমার শ্বশুর ১৯৬৫ সাল থেকে অর্পিত জমি লীজ নিয়ে ছিল ।কিছুদিন আগে আমার শ্যালক মনা তার বন্ধু এনামুলসহ একটি ঘর করে যৌথব্যবসা শুরু করলে যুবলীগের এনামুল ,ঘরটিসহ জায়গাটি দখল করে নেয় ।উপজেলার নেতৃবৃন্দুকে জানালে তারা জানায় আপনি আইনের মাধ্যমে আসেন ।শুনেছি শ্রমিকদের দখলে আছে জায়গাটি।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন সত্যতা স্বীকার করে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল ।
বাংলাদেশ আওয়ামীলীগ,ডোমার উপজেলা শাখার সাঃ সম্পাদক তোফায়েল আহম্মেদ ০১৭৪০৬৪৬২৮৮ নাম্বারে মোবাইল করলেও রিসিভ করেন নাই ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ,ডোমার উপজেলা শাখার সভাপতি নুরন নবী জানান,তারা সরকারী আইন অনুসারে ডিসির নিকট থেকে লীজ নিয়েছে ।এটা কেও জোর করে দখল করতে পারে না ।তারা হায়ার অথরীটির নিকট আবেদন করে লীজ বাতিল করে লীজ নিতে পারে ।

পুরোনো সংবাদ

এক ঝলক 696116989064856938

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item