তৃণমুল নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়নি

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার আওয়ামীলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেনি উপজেলা আওয়ামীলীগ। দেশের বৃহৎ রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন না হওয়ায় তৃণমুল নেতাকর্মীদের মাঝে ােভের সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী জানান, দলীয় কর্মকান্ডে সময় না দিয়ে স্থানীয় নেতারা শুধুমাত্র এমপির সমালোচনায় ব্যস্ত। তাই দলের কর্মকান্ড থেকে তারা বিরত থাকছে। জেলা কৃষকলীগের সদস্য ও ৫নং ওয়ার্ডের পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কমরেড সিদ্দিক বলেন, ১৭ বছর পর দলীয় এমপি পেয়েও আওয়ামীলীগের নেতৃবৃন্দের বিরোধীতার কারনে দল গোছাতে পারছেনা সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
তিনি আরও বলেন এমপির উপস্থিতিতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসুচীতে দলীয় নেতাকর্মীর ব্যাপক উপস্থিতি আওয়ামীলীগকে বেগবান করেছেন। এদিকে উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, ১২ বছর আগে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হলেও বর্তমানে এই কমিটিকে অধিকাংশ থানা কমিটির সদস্য মানে না। বর্তমান সভাপতি সেক্রেটারী এমপির উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্তসহ ও চুপিসারে ইউনিয়ন কাউন্সিল করায় পার্টির মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন বছর পালন হয়েছে।  প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্রীয় ভাবে পালন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 9051771482115520354

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item