চিলাহাটিতে ১৩ বছরের নাবালিকা গৃহবধুর রহস্য জনক মৃত্যু


এ.আই. পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে গোসাইগঞ্জ এলাকার নুরমোহাম্মদের পুত্র জিয়াদুল (২৪) এর সহিত প্রায় এক বছর পূর্বে উত্তর ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া এলাকার আফির উদ্দিন ন্যানদোর কন্যা কমলা খাতুন (১৩) এর বিয়ে হয়। বিয়ের এক বছর যেতে  না যেতেই রহস্যজনক অবস্থায় স্বামীর নির্মম অমানুষিক অত্যাচরে ফাঁসিতে ঝুলিয়ে কমলার মৃত্যু হয়েছে বলে ব্যাপক প্রচার চালায় জিয়াদুলের পরিবারগণ। এই রহস্যময় মৃত্যুটিকে নিয়ে এলাকায় ব্যাপক জলপনাকল্পনা চলছে। অবশেষে পুলিশ মাটিতে পড়ে থাকা অবস্থায় কমলার লাশ উদ্ধার করে পোষমোটামের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার গোসাইগঞ্জ গ্রামের নুরমোহাম্মদের পুত্র জিয়াদুল একজন হোটেল ব্যবসায়ী। কমলাকে বিয়ের পূর্বে এই লম্পট জিয়াদুল আরো দুইটি বিয়ে করেছিলেন। সেই দুই বউ তার অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর সংসার রেখে চলে যান। অবশেষে পুণরায় এই লম্পট বিয়ে করেন কমলাকে। কমলার অভিভাবকরা তার মেয়েকে অপ্রাপ্ত বয়সেই বিয়ে দিয়ে স্বামীর সংসারে পাঠান। বিয়ের এক বছর না যেতেই কমলা স্বামীর সংসারে অত্যচার সহ্য করতে না পেরে বেশ কয়েকবার পিতার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই সূত্র ধরেই গত ৬জুন ২০১৫ইং তারিখে রাত ৮টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ও যৌতুকের টাকার জন্য বিবাদ ঘটে । জিয়াদুল এলাকাবাসীকে জানায় তার স্ত্রী কমলা নিজ ঘড়ের সড়ে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে গ্রামবাসী কমলাকে মাটিতে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। এব্যাপারে কমলার মা মল্লিকা জানান, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে। এলাকার মহত ব্যাক্তিরা বলেন, জিয়াদুল একজন উগ্র মেজাজী ব্যাক্তি। তার পক্ষে স্ত্রীকে সু-কৌশলে হত্যা করা কোন ব্যাপার নয়। এর মূলকারণ এতিপূর্বে এই জিয়াদুল দুইটি বিয়ে করার পরও সেই  বউগুলো সংসার করতে পারেনি তার অত্যাচারে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভার প্রাপ্ত কর্মকর্তা মনছুর আলী জানান,  গত ০৭ই জুন ২০১৫ইং সকাল ৯টার দিকে গোসাইগঞ্জ এলাকার জিয়াদুলের বাড়িতে গিয়ে কমলার লাশ উদ্ধার করে পোষমোটামের জন্য নীলফামারী মর্গে পেরণ করেন। এ ব্যাপারে মৃত কমলার বড় ভাই ছাদেকুল ইসলাম চিলাহাটি পুলিশতদœত কেন্দ্রে একটি অভিযোগপত্র দায়ের করেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইকটি ইউডি মালা হয়েছে বলে জানান।

পুরোনো সংবাদ

এক ঝলক 4617662545306995045

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item