ডোমারে সপ্তাহ ব্যাপি ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ কর্মশালা সমাপনি দিবস

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে সপ্তাহ ব্যাপি ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকালে  ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ হলরুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৯জুন সাহিত্য  ও সংস্কৃতি পরিষদ ও নাট্য সমিতির যৌথ্য উদ্যেগে সপ্তাহ ব্যাপি ভাওয়াইয়া গানের প্রশিণ কর্মশালা
ভারক্রান্ত মন নিয়ে চোখের জল মুছে বিদায় দিতে হলো রংপুর ভাওয়াইয়া একাডেমির পরিচালক, বেতার ও টেলিভিশনের গীতশিল্পী কর্মশালার প্রধান প্রশিক্ষণ ভূপতি ভূষণ বর্মাকে। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃকি পরিষদের সাধারণ সম্পাদক আরমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক পরশ কুমার চন্দ, সাংবাদিক আনিছুর রহমান মানিক, আব্দুল আলিম ভক্ত কন্ঠ শিল্পী রফিকুল ইসলাম রফিক, শিল্পী রঞ্জিত কর্মকার, জয় মোহন্ত, বেতার ও টিভি শিল্পী দুলাল চন্দ্র ও মাহাবুল ইসলাম প্রমূখ। উক্ত কর্মশালায় মোট ৫০জন শিার্থী অংশগ্রহন করেন। বিদায় লগ্নে শিার্থী, অভিভাবক ও ভাওয়াইয়া ভক্তদের কান্নায় হলরুম এলাকার বাতাস যেনো ভারী হয়ে উঠেছে। প্রশিক নিজেকে সামলাতে না পেরে ভক্তদের অনুরোধে প্রতি মাসে ২দিন ডোমারে এসে প্রশিণের আশ্বাস প্রদান করেন। রংপুরের ঐতিহ্যকে ধরে রাখতে ভাওয়াইয়া গান বুকে লালন করে নিজেকে গুনি শিল্পী হিসাবে গড়ে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান, গুনি শিল্পী  ভূপতি ভূষণ বর্মা।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7225797578528444602

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item