ডোমার চিলাহাটি রাস্তা দুটির দুরাবস্থা চরমে ডোমার চিলাহাটির জনগন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছে

আবু ছাইদ,চিলাহাটী,(ডোমার, নীলফামারী)প্রতিনিধি ঃ জেলার ডোমার উপজেলার ডোমার সহ বোড়াগাড়ী, আমবাড়ী, চিলাহাটি হয়ে পাশ্ববর্তী উপজেলার ভাউলাগঞ্জ এবং ডোমার হয়ে মির্জাগঞ্জ, চিলাহাটি হয়ে দেশের সীমান্তবর্তী বাজার মুক্তিরহাট। এই হাট বাজার গুলো   ঐতিহ্যবাহী হাট ও বাজার। এই ছয়টি হাট ও বাজারের দুরত্ব দুটি রাস্তায় যথাক্রমে ৫০ কিলোমিটার হবে। এই রাস্তা অতিক্রম করে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে হাট বাজার গুলোতে।
 অথচ দীর্ঘ ১০ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও অদ্যবধি এই রাস্তা দুটির কোন প্রকার উন্নয়নমুলক কাজ হয়নি। রাস্তা দুটির দুরাবস্থা চরমে। সারা রাস্তা খানখন্দে ভরা, গোটা রাস্তাজুড়ে হাটু বরাবর খাল, কথাও দুদিকে রাস্তা ভেঙ্গে এমনি হয়ে রয়েছে কোন রকম একটি সাইকেল যেতে পারে। উল্টে যাচ্ছে ভ্যান গুরুতর আহত হচ্ছে স্কুলগামি ছাত্র-ছাত্রী, ভেঙ্গে যচ্ছে ভ্যানের যন্ত্রপাতি, তি হচ্ছে গরীব ভ্যান চালকের। প্রতি নিয়তই ছোট বড় দুর্ঘটনা হয়েই চলছে। একে অপরে কথা বললে জানা যায়, রাস্তা দুটি সংস্কারের টেন্ডারও হয়েছে কিন্তু জনগনের অজানা বিষয়ে ঠিকাদার কোন কাজ করছে না। কোন অভিযোগে এই অবস্থার সৃষ্টি হয়েছে তা আমরা সাধারণ জনগন জানিনা। তাই আমাদের এই এলাকার ল ল জনগনের অভিযোগ। এ অভিযোগের সত্যাসত্য নির্ণয় করে কঠোর দৃষ্টান্তমূলক প্রতিকারের ল ল মানুষের প্রাণের দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রি বরাবরে। এদুটি রাস্তা বলার কোনই উপায় নেই। মানুষের দূর্ভোগ গিয়ে পৌছেছে সীমাহীন পর্যায়ে। ঝুঁকিও রয়েছে চরমে আশু এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া জরুরী। 

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 5410231978140235709

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item