ডোমারে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষন!! ধর্ষক পলাতক, কুচক্রী মহল ধামাচাপা দেয়ার চষ্টা।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাক প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখীয়ে প্রতারনার ফঁদে ফেলে ধর্ষন করেছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বোতলগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাঁও চুল্কা গ্রামে। সরেজমিনে জানাযায়, উক্ত গ্রামের মৃত হাসিবুল ইসলামের লম্পট পুত্র  লাবু (২০) প্রতিবেশী দিনমুজুর বাবার বাক প্রতিবন্ধী কন্যা(১৯) এর দিকে কু নজর পড়ে লাবুর।
এরই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখীয়ে ধর্ষন করে, মেয়েটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। গত ২৪ জুন বুধবার দৃপুর ১২টায় প্রতিবন্ধী মেয়েটি তা প্রকাশ করায় শুরু হয় লংকা কান্ড। ২৩ তারিখ রাতে সর্বশেষ ধর্ষন করে বলে মেয়েটি জানায়। দির্ষদিন ধরে ভালবেসে বিয়ে করার প্রতিশ্র“তি দিয়ে বলে, কালকে তোমাদের বাড়ীতে বিয়ের কথা পাকা করতে লোক আসবে। এবং তাকে সেজে গুজে থাকতে বলে লাবু। ঠিক পরদিন লাবুর কথা মতো প্রতিবন্ধী মেয়েটি বুক ভরা আশা নিয়ে লাবুর বউ হওয়ার স্বপ্ন নিয়ে ঘড় গুছিয়ে সেজে বসে আছে। তবে মুহুত্যেই তা ভেস্তে যায় মেয়েটির। কারণ সেদিন মেয়েটিকে নয় লাবুর বিয়ের কথা পাকা করতে এসেছে মানুষ এবং টাকা লেনদেন হয়ে গেছে।  মেয়েটি তা বুঝতে পেরে কাদঁতে কাদঁতে লাবুর বাড়ীতে অবস্থান নেয়। এবং ধর্ষনের বিষয়টি প্রকাশ করে দেয়। শেষে সংশিষ্ট  ইউপি সদস্য উজ্জল ও মহিলা সদস্য শাহানাজ পারভীন সহ এলাকার লোক মিলে বিচার শালিশ বসিয়ে ১ল টাকা দিয়ে রফাদফা করার চেষ্টা চালায়। কিন্তু এলাকার কিছু টাউট বাটপার ও কুচক্রী মহলের লোক ১ল টাকা লাবুর পরিবারের কাছ থেকে নিয়ে ৮০ হাজার টাকা নিজের পকেটে রেখে শুধু মাত্র ২০ হাজার টাকা দিয়ে রফা দফা করার চেষ্টায় ব্যার্থ হয় বলে মেয়েটির মা জহুরা বেগম জানান। সে কোনো ক্রমেই ধর্ষনের এই বিচার মেনে নিতে পারছে না। তাই সে বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছে। বিষয়টি খবর পেয়ে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ফিল্ড অর্গানাইজার (লিগ্যাল এইড) কাজুলী আক্তার সাংবাদিক নিয়ে ঘটনা পরিদর্শন করে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাধ্যমে আইনী সহায়তা দেয়ার প্রতিশ্র“তি ব্যাক্ত করেন আইনের মাধ্যমে ধর্ষক লাবুর দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন প্রতিবন্ধী মেয়েটির পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 1313504095146138643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item