ডোমারে জীবন যুদ্ধে জয়ী আত্মকর্মী বেবী আজ স্বাবলম্বী

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে যৌতুকের বলি, শশুর ভাশুরের নির্যতনের স্বীকার, জীবন যুদ্ধে জয়ী আতœকর্মী এক নারী, আজ নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলে সমাজে প্রতিষ্ঠিত হয়ে ভাগ্য পরিবর্তন করেছে বেবী নামে এক যুব মহিলা। বেকারত্বকে বিদায় দিয়ে সংসারে ফিরে এনেছে সচ্ছলতা। জীবন যুদ্ধে তার এই সফলতার মূলেই যুব উন্নয়ন অধিদপ্তর। নীলফামারী জেলার ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ড কলেজ পাড়া গ্রামের আবু বকর ছিদ্দিকের একমাত্র কন্যা আছমা ছিদ্দিকা বেবী (১৬)। ২০০১ সালে দিনাজপুর জেলার বিরোল থানার ঘুঘু ডাঙ্গা গ্রামের আকবর আলীর পুত্র ছামছুল আলমের সাথে ভালবেসে বিয়ে করে দুজন। বিয়ে পর তাকে শশুর
বাড়ীতে রেখে ছামছুল ঢাকায় চাকুরী করতে যায়। সেই সুযোগে শুরু হয় শশুর ভাশুর কর্তৃক যৌতুকের ২লক্ষ টাকার জন্য শারিরিক ও মানুষিক নির্যাতন। দির্ঘদিন নির্যাতন সয্য করে বাবাকে চিঠি লিখে জানায়, তার বাবা যৌতুক লোভী পরিবারটির কবল থেকে বেবীকে উদ্ধার করে ডোমারে নিয়ে আসে। পিতার সামান্য পেনশনের অর্থ দিয়ে চলছিল তাদের সংসার জীবন। বেকারত্বের যাতা কলে নিস্পেসিত হয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার একেএম জিয়াবুল আলমের পরামর্শে ২০০৬ সালের ৪ মাস মেয়াদী পোষাক তৈরী বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে। প্রথমে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে ৩টি সেলাই মেশিন ক্রয়করে। এলাকার অল্প শিক্ষিত মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ভ করে ৭টি মেশিন ক্রয় করে। পরে ৩১জন মহিলা নিয়ে দিশারী মহিলা উন্নয়ন সমিতি নামক সংগঠন তৈরী করে। আসমা ছিদ্দিকা বেবী ২য় দফায় ৪০ হাজার ৩য় দফায় ৭০ হাজার টাকা ঋণ নিয়ে  একটি ঘড় নির্মান করে শুরু করে সেলাই প্রশিক্ষণ এ পর্যন্ত সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কমপক্ষে ৭শত নারী তার কাজ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। সেখানে নিজেদের কাপড় ছাড়াও বানিজ্যিক ভাবে পোষাক তৈরী করে বিভিন্ন গার্মেন্টর্স সহ বাজাত জাত করে আর্থিত ভাবে সংসারে স্বচলতা ফিরিয়ে এনেছে। তাদের হাতের কাজের মধ্যে বাটিক প্রিন্ট, মোমবাটিক, নক্শিকাথা, টুপি তৈরী সহ শিশুদের পোষাকের ডিজাইন এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। এছাড়াও বেবী প্রশিক্ষণ কেন্দ্রে অসহায় ও দুঃস্থ শিশুদের জন্য বিনা মূল্যে শিক্ষা কার্যক্রম ছাড়াও নারী নেত্রী হিসাবে নারী নির্যাতন, বাল্য বিবাহ, স্যানিটেশন, দারিদ্র ও অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে সার্বিক সহায়তা করে আসছে দির্ঘদিন ধরে। বেবীর সফলতা দেখে এলাকার অনেক নারী সেলাই প্রশিক্ষণ গ্রহন করে বেকারত্বর হাত থেকে নিজেকে স্বাবলম্বী ও আতœকর্মী  সফল নারী হওয়ার সপ্ন দেখছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4052605255395751243

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item