দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী নারী-পুরুষ সবজি চাষ ও মুষ্ঠির চাউল সংগ্রহ করে স্বাবলম্বী

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 
দিনাজপুরের নবাবগঞ্জে ৫০ জন আদিবাসী নারী-পুরুষ সবজি চাষ ও মুষ্ঠির চাউল সংগ্রহ করে নিজেদের ভাগ্য উন্নয়নে স্বাবলম্বী হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে বিভিন্ন গ্রাম-গঞ্জে কৃষি কাজের সাথে জড়িত থাকা আদিবাসী নারী-পুরুষ কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।এ বিষয়ে বে-সরকারী সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ)-এর আর্থিক সহায়তা, প্রযুক্তি ভিত্তিক সবজি চাষের প্রশিক্ষণ আর গ্রামের বেকার নারীরা সমিতি করে প্রতিদিন রান্নার পূর্ব মুহুর্তে এক মুষ্ঠ করে চাউল সংরক্ষন করে সঞ্চয়ী হিসেবে মজুদ করে।
উপজেলার রাজবাড়ী আদিবাসী পল্লীর বুলবুলি মার্ডী, লিলি হাসদা জানান- সংস্থার পরামর্শ নিয়ে এই মুষ্ঠির চাউল এখন দাড়িয়েছে ১৫-২০ মন। সঞ্চয়ের এ চাউল হত দরিদ্র শ্রেনীর আদিবাসী পরিবারে আপদকালীন সহায়ক ভূমিকা পালন করেছ। আদিবাসী নারীরা জানান- যেদিন কৃষি শ্রমিকের কাজ হত না এবং আকাশে বৃষ্টি হত, খাবার কিছুই থাকত না বাড়ীতে এ সময় তারা অনেকেই অনাহারেই কাটাত দিন। মুষ্ঠির সঞ্চয়ের এ চাউল পাল্টিয়ে দিয়েছে তাদের দারিদ্র দিনের চেহারা। তাদের অর্জিত চাউল বিবাহ-শাদী সহ ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যয়ভার বহনের কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এদিকে রূপলাল বেসরা জানান- পুরুষেরা যখন পুঁজির অভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বেকার হয়ে পড়ে থাকে ঠিক সে সময় সংস্থাটি সবজি চাষ, মুদিখানার দোকান ব্যবসার জন্য এককালীন পাঁচ হাজার টাকা বিতরণ করেন।গত ২৩ জুন সকাল ১০টায় নবাবগঞ্জ আদিবাসী একাডেমী সেন্টার সংস্থাটির উন্নয়নমিত্র সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ২নং বিনোদনগর ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন- মিডিয়া কর্মী এম.রুহুল আমিন প্রধান, ইউপি সদস্য হাফিজুর রহমান, সংস্থার উন্নয়ন মূলক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন- এনডিএফ, নবাবগঞ্জ-এর ইউনিট ম্যানেজার মোঃ আঃ সামাদ।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 4263869173383552375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item