কিশোরগঞ্জে অপহরনের আড়াই মাসেও উদ্ধার হয়নি কদবানু

বি. পি. এম. জয়,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি ॥
অপহরনের আড়াই মাসেও উদ্ধার হয়নি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমরিয়া পূর্ব ধাইজান প্ড়াা গ্রামের রনচন্ডী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী কদবানু আক্তার। এ ঘটনায় আব্দুল কাদের বাদী হয়ে চারজনকে আসামী করে কোর্টে একটি মামলা করেন। পুলিশ এখন পর্র্যন্ত অপহৃতকে উদ্ধার কিংবা কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার ও সরেজমিনে গিয়ে জানা গেছে, কদবানু আক্তার দুপুরের খাবার শেষে গত ১০ এপ্রিল অসুস্থ নানীকে দেখতে নানার বাড়ি যাচ্ছিল। এসময় সে কদমতলা নামক স্থানে পৌছিলে দুর্বৃত্তরা তাকে অপহরন করে নিয়ে যায়। কদবানুর বাবা আব্দুল কাদের জানান, মেয়েটি খুব ভালো ছাত্রী ছিল। তার ইচ্ছে ছিল লেখাপড়া করে সে একজন ভালো ডাক্তার হবে। কিন্তু দুর্বৃত্তরা তার স্বপ্নকে ধুলিসাৎ করে দিয়েছে। মামলার করার দীর্ঘ আড়াই মাস হলেও পুলিশ অপহৃতকে উদ্ধার কিংবা গ্রেফতার করতে পারেনি। এঘটনায় এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে। মামলার আই ও আরিফ পাহালোয়ানের সাথে কথা হলে তিনি বলেন কদবানুকে উ্দ্ধার ও আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8844986811135633978

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item