ডোমারে ব্র্যাক সামাজিক ক্ষমায়ন কর্মসূচির উন্নত জাতের হাঁস ও মুরগী বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে পাটনারশিপ ফর মডেল ইউনিয়নের আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড পরিচালনার জন্য, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের ল্েয ১৬জুন মঙ্গলবার আন্ধারু মোড় এরিয়া অফিসে ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির উদ্যোগে উন্নত জাতের হাঁস ও মুরগী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার, রংপুর অফিসের মনিটরিং অফিসার মির্জা আল মামুন, সিনিয়র জেলা ব্যাবস্থাপক (গাজীপুর) প্রসান্ত কুমার দে, কর্মসূচি সংগঠক(মডেল ওয়ার্ড) আব্দুল মাজেদ সরকার, ফিল্ড অফিসার আছাদুল ইসলাম আছাদ প্রমূখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচির উপকারভূগী বোড়াগাড়ী ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের হতদারিদ্র ১২ জন সদস্যকে ১২০টি হাঁস ও  ৯ জন সদস্যকে ৯০টি উন্নত জাতের দেশী মূরগী বিনা মুল্যে হস্তান্তর করা হয়। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির প্রচেষ্টায়  বোড়াগাড়ী ও পাঙ্গা মটুকপুর ইউনিয়কে মডেল/আদর্শ ইউনিয়নে রুপান্তিত করতে নিরলস ভাবে কাজ করে এলাকায় ব্যাপক সফলতা অর্জন করেছে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।

পুরোনো সংবাদ

নীলফামারী 3833074452753006623

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item