জলঢাকায় সংরক্ষিত মহিলা আসনের ভোট গ্রহন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের সংরতি আসনের  মহিলা সদস্য পদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে দুপুর ২টা পর্যন্ত। পৌরসভাসহ ১১টি ইউনিয়নকে ৪ টি আসনে বিভক্ত করা হয়। ৪টি আসনের মোট ভোটার সংখ্যা ৩৬জন। ১নং আসনে বালাগ্রাম, গোলনা, গোলমুন্ডার প্রার্থী ফাতেমা খাতুন ৩১ মে প্রার্থীতা প্রত্যাহারের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বাকী ৩টি আসনের বিপরীতে ৮জন প্রাথর্ীি ইউনিয়ন ইউপি মহিলা সদস্যদের সরাসরী ভোটে অংশ গ্রহন করেন।ভোট গননা শেষে ২নং আসনের প্রাথর্ীি জাহিনা বেগম হরিন প্রতিক নিয়ে ১৮ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।অপরদিকে ৩ও৪নং আসনে পর্যায়  ক্রমে মারুফা বেগম  টেবিল প্রতিক নিয়ে ২১ভোট ও লায়লা বেগম হরিন প্রতিক নিয়ে ১৮ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী ভাট গ্রহন অবাদ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সকলকে অভিন্দন জানিয়েছেন। উল্লেখ্য ২নং আসনে খুটামারা, ধর্মপাল, শিমুলবাড়ী ইউনিয়ন, ৩নং আসনে পৌরসভা, কাঁঠালী, মীরগঞ্জ ইউনিয়ন ৪নং আসন কৈমারী, শৌলমারী, ডাউয়াবাড়ী ইউনিয়নগুলোকে ৩টি আসনে বিভক্ত করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3851114331620597859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item