আপডেট-তিস্তার উজানের ঢলে ভেসে আসল ভারতের ৬ নবজাতকের লাশ

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ ডিমলায় তিস্তার উজানের ঢলে ভেসে আসল ভারতের ৬ নবজাতকের লাশ। মঙ্গলবার সকালে এলাকাবাসী পলথিনে ব্যাগে বস্তাবন্দি ৬টি নবজাতকের লাশ দেখে পুলিশ ও বিজিবিকে সংবাদ দেয়। বার্নিরঘাট ক্যাম্প সংলগ্ন উত্তর খড়িবাড়ী গ্রামে তিস্তা নদীর ধারে এলাকাবাসী লাশগুলো আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরনে ব্যবস্থা নিচ্ছে। নবজাতকের লাশ দেখতে এলাকার শত শত জনতা তিস্তার পাড়ে ভিড় জমাচ্ছে। ডিমলা থানার সাবইন্সেপেক্টর সাহাবুদ্দিন জানায়, লাশের সুরতহাল করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ৩-৪ মাসের ভ্রন হতে পারে। শাররিক আকৃতি না থাকায় নবজাতকের চেহারা ও লিঙ্গ নিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ ধারনা করছে গর্ভপাত ঘটনা কারনে নবজাতকের আকৃতি পরিপূরক হয়নি। এ ব্যাপারে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জাগো নিউজকে জানায়, তিস্তার উজান থেকে সোমবারের পাহাড়ী ঢলে নবজাতকের লাশগুলো ভারত থেকে আসতে পারে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন খান জানায়, অবৈধ গর্ভধারনের কারনে উক্ত গর্ভপাত ঘটনা হতে পারে। ভ্রনের কারনে সুরতহালে নিশ্চিত হওয়া যাচ্ছে না আসল রহস্য। তবে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরনের ব্যবস্থা করা হচ্ছে।

পুরোনো সংবাদ

এক ঝলক 6665967081901651439

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item