কারমাইকেলে ছাত্র ফ্রন্টের নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর সংগ্রহ অভিযানের ৩য় দিন

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃ
“নারীর উপর যৌন নির্যাতন এবং শারীরিক-মানসিক হয়রানীর বিরুদ্ধে রুখে দাঁড়ান”- এই ¯োগানকে সামনে রেখে গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে পক্ষকাল ব্যাপী স্বাক্ষর সংগ্রহের ৩য় দিনে কলেজে শিক শিার্থী কর্মচারী ও কেডিসি রোডস্থ বীরকন্যা প্রীতিলতা পাঠাগারে সামনে শিার্থী ও দোকান মালিক-কর্মচারীরা ও পথচারীরা স্বার সংগ্রহ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, সাধারণ স¤পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড প্রমুখ। নেতৃবৃন্দ বলেন প্রতিদিন পত্রিকার পাতা খুললেই ঘরে বাইরে নারীর উপর নানান নিপীড়নের খবর দেখি।
বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ও সারাদেশে বিভিন্ন স্থানে নারীর উপর যৌন নিপীড়নের ঘটনায় আমাদের বিবেক যন্ত্রণায় বিদ্ধ হয়েছে। এর পরবর্তীতে সোনারগাঁয়ে একজন নারী শ্রমিককে ধর্ষণ করা হয়েছে। মোহাম্মদপুরের  প্রিপারেটরি স্কুলের প্রথম ও পঞ্চম শ্রেণীর ২জন মেয়ে শিশু কয়েক কর্মচারীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, ঢাকার কুড়িলে গণধর্ষণের শিকার হয়েছেন একজন গারো নারী। এভাবে প্রতিনিয়ত নারীরা অপমানিত-লাঞ্ছিত হচ্ছেন। অথচ বেশিরভাগ েেত্র যৌন সন্ত্রসীদের বিচারের আওতায় আনছে না রাষ্ট্রীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা। তাই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, নতুন অপরাধের জন্ম দিচ্ছে তৈরি হয়েছে বিচারহীনতার সংস্কৃতি। এই সামাজিক অবয় সমাজপতিদের মদদে ঘটছে। কেননা একটি পুজিঁবাদী সমাজে চূড়ান্ত দূর্নীতি লুটপাট নির্বিঘেœ চালাতে হলে এমন অধঃ পতিত সংস্কৃতি বজায় রাখতে হয়। প্রতিবাদের শক্তি তরুণ যুবকদের নোংরা সংস্কৃতির আবদ্ধে রাখতে পারলে জবরদস্তির  শাসন দীর্ঘস্থায়ী করা যায়। নেতৃবৃন্দ আরো বলেন নারীর প্রতি এমন লাঞ্ছনা অপমান বহুবছরের গড়ে ওঠা মানবিক মূলোবোধকে কলঙ্কিত করেছে। ঐক্যবদ্ধভাবে সামাজিক-সাংস্কৃতিক ও নৈতিক দিক থেকে প্রতিরোধের শক্তি গড়ে তোলার আহবান জানান।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8241608330732746026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item