রংপুরে সার সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃবর্তমানে দেশে সারের সংকট নেই। সরকারের কৃষি মন্ত্রনালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১ বছর আগেই সারের চাহিদা নিরূপন ও সার সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করায় কৃষকের দোর গোড়ায় এখন সার সহজলভ্য হয়েছে। একই সাথে মাটির প্রকৃতি ও গুণাগুণ বিবেচনা করে সার ব্যবহারের সুপারিশ মালা ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে সুসম সার ব্যবহার এবং মাটির উর্বরতা ও পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রংপুরে সারের সাশ্রয়ী ব্যবহার এবং সার ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ এক সেমিনারে কৃষিবিদ ও বিশেষজ্ঞরা এই মতামত ব্যক্ত করেন।

রংপুর অঞ্চল কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মহসিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফিরোজ আহম্মেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএডিসি সারের রংপুর অঞ্চলের যুগ্ম পরিচালক কৃষিবিদ আসাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ বিএডিসি রংপুরের যুগ্ম পরিচালক ফারুক জাহেদুল ইসলাম। সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার উপ-পরিচালক, কৃষি ও পাট গবেষণার উর্ধŸতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বেতার ও কৃষি তথ্য সার্ভিস এবং বিএডিসি ও বিএফ এর কর্মকর্তারা অংশ নেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item