পাগলাপীরে রমজানকে পূজি করে মাছ মাংস ব্যবসায়ীরা সিন্ডিগেট গড়ে তুলছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসকে পুজি করে রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট বাজারে মাছ মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে সিন্ডিগেট গড়ে তুলেছে। অভিযোগ উঠছে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের ব্যবাসায়ীরা আমদানী কমের অজুহাত দেখিয়ে রোজাদার সহ ভুক্তভুগি ক্রেতা সাধারনদের মাঝে চড়া দামে বিক্রি করছেন গরু ছাগল হাঁস মুরগি বয়লারের মাংস ও রুই কাতলা ইলিশ সহ নানান জাতের মাছ। মাছ ও মাংসের প্রতি কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা দাম বাড়িয়ে ক্রেতা সাধারনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ব্যবাসায়ীরা
বাড়তি টাকা। স্বরজমিনে পাগলাপীর বন্দর, নামা বাজার, হরকলি হাট, শিবের হাট, পান বাজার, শলেয়াশা, নেকিরহাট, সেন্টারের হাট, মুমিনপুর, তবাজার, খলেয়া গঞ্জিপুর, চন্দনের হাট, ধনতোলা, বিড়াবাড়ী, বেতগাড়ী ও সয়রাবাড়ী সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে সিন্ডিগেট গড়ে তুলে ২৫০ টাকা গরুর মাংস ৩২০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করচ্ছেন, ৩৫০ টাকার ছাগলের মাংস কেজি বিক্রি করচ্ছেন ৪০০ থেকে ৫০০ টাকা, ৮০ টাকা বয়লারের কেজি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে,২০০ টাকার দেশি মুরগি ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১২০ টাকার রুই মাছ ২০০ টাকা বড় সাইজের ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ৪০০ টাকার ইলিশ মাছের কেজি ৮০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশিয় মাছ পুটি, ডাইরকা, চেং, সাটি, মাগুর, শিং, টেংনা মাছের আকাশ চুম্বি দাম হওয়ায় মাছের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। এমনও অভিযোগ উঠছে মাংসের দাম বেপরোয়া বৃদ্ধি পাওয়ায় হাট বাজারে আধা মরা রোগা কৃষ্ট ও চোরাই গরু ছাগল মহিষের মাংস বিক্রি হচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 2902650633937247941

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item