দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঃ রংপুর জেলা ছাত্রলীগের স্বাগত মিছিল ও সমাবেশ

হাজী মারুফ রংপুর ব্যুরো-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সরদার, নুরে আলম, জিন্নাত হোসেন লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি, আসাদুদৌল্লা সাগর, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাজু, রুবায়েত হাসান রনি, সাংগঠনিক সম্পাদক হাবিব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন, কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি শরীফ, ছাত্রলীগ নেতা মনির হোসেন, আদনান হোসেন, শাহিনুর রহমান গাজি, ইমরান, শরীফ, মুখতার এলাহী মুরাদ, জিয়ন, মোতাল্লেব, সোবহান, আতিক, মাসুদ প্রমুখ। সভাপতির বক্তব্যে মেহেদী হাসান রনি বলেন, দেশরতœ শেখ হাসিনা ভয় নাই, আজকের এই দিনে দ্বীপ্ত কন্ঠে বলি, বিজয়িনী শেখ হাসিনা আপোষহীন শেখ হাসিনা, চেতনার অগ্নিবীণা বঙ্গনেত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ই মে কেঁদে ছিল প্রকৃতি কেঁদেছিল আপামর বাংলার জনতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর তনয়া হতে আজকের দেশরতœ শেখ হাসিনার দীর্ঘ এই কণ্টকময় পথ পাড়ি দিয়েছিলেন কত সংগ্রাম করে। তাই আমরা সকলে বলি, সে আমাদের শেষ আস্থা এবং শেষ প্রাপ্তির ঠিকানা। সমাবেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা ১৯৮১ সালের ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তার এই প্রত্যাবর্তনের মধ্যদিয়ে দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item