ডিমলায় ৪টি ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় শনিবার ৪টি ইউনিয়ন পরিষদ হলরুমে ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশর সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালী করন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীজ নীজ ইউপি চেয়ারম্যান গণ। ডিমলা সদর ইউনিয়নে আগামী অর্থ বছরের বাজেট ২কোটি ৮৯ লক্ষ ৭৯ হাজার ৭শ টাকা ঘোষনা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন চেয়ারম্যান রফিজুল ইসলাম। পূর্ব ছাতনাই ইউনিয়নে আগামী অর্থ বছরের বাজেট ১কোটি ২ লক্ষ ৯৬ হাজার ৭৩০ টাকা ঘোষনা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আনিছুর রহমান। সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান।।
খালিশা চাপানি ইউনিয়নে আগামী অর্থ বছরে বাজেট ৩৯ লক্ষ ৮৪ হাজার ৬১৪ টাকা ঘোষনা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন চেয়ারম্যান চেয়ারম্যান সামচুল হক হুদা। টেপাখড়িবাড়ী ইউনিয়নে আগামী অর্থ বছরে বাজেট ১ কোটি ৭২ লক্ষ ২০ হাজার ২৭৯ টাকা ঘোষনা করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব সুবাস চন্দ্র রায় । সভাপতিত্ব করেন চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন।
উক্ত উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আরডিআরএস বাংলাদেশ ডিমলা উপজেলার সিনিয়র সামাজিক উন্নয়ন কর্মকর্তা, ফেডারেশন লিডার, স্থানীয় সুধী সহ বিভিন্ন পেশার জনগণ। 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item