সীমান্ত চুক্তি অনুমোদন-ছিটমহলবাসীদের বাধ ভাঙ্গা আনন্দ।ছিটমহলবাসীরা দ্রুত বিনিময় চুক্তি বাস্তবায়ন চায়।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় মঙ্গলবার ৪টি ছিটমহলে সীমান্ত চুক্তি অনুমোদনে মিষ্টি বিতরন করা হয়েছে। ভারতের মন্ত্রিসভায় স্থল সীমান্ত চুক্তি অনুমোদন হওয়ায় ছিটমহলবাসীরা দ্রুত বিনিময় চুক্তি বাস্তবায়ন চায়। বড়খানকিবাড়ি খারিজায় বাসিন্দা যদুনাথ চন্দ্র রায় জানায়, ৬৭ বছরের বন্দী দশা থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। ছিটমহলবাসীদের  উভয় দেশের মধ্যে নাগরীকত্বে কোন কিছুই ছিল না।
আমরা জমি বিক্রি করতে পারতাম না, ছেলেমেয়েদের পড়াশুনার জন্য স্কুলে ভর্তি করতে পারতাম না। তালুক বড়খানকি খারিজার মিজানুর রহমান বলেন, আমাদের সতœানদের আরো গোপন ঠিকানায় স্কুলে ভর্তি করতে হবে না। বড়খানকী খারিজা গীতালদহের মশিয়ার রহমান বলেন, উভয় দেশের সরকারের আন্তরিক মনোভাব ও ছিটমহলবাসীদের দুভোগ উপলক্ষি করতে পেয়ে সীমান্ত চুক্তি ভারতের মন্ত্রীসভায় অনুমোদন করা হয়েছে। নগর জিকাবাড়ির আকতারুজ্জামান বলেন,আমরা দ্রুত সীমান্ত চুক্তি বাস্তবায়ন চাই। তিনি বলেন ভারতের মন্ত্রীসভায় স্থল সীমান্ত চুক্তির সংবাদটি ছিটমহলবাসীদের আনন্দে আত্বহারা। দীর্ঘ ৬৭ বছরের বন্দীদশা থেকে তারা মুক্তি পেতে যাচ্ছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item