ডোমারে রেলের পুরাতন সংকেত যন্ত্রের মালামাল সহ পিক-আপ আটক।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
ডোমার-নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে রেলের পুরাতন সংকেত যন্ত্রের মালামাল সহ একটি পিকআপ ভ্যান আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ডোমার রেল ষ্টেশন এলাকায় । পরে প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় পুলিশ মালামাল সহ পিকআপ ভ্যানটি থানায় নিয়ে গেছে। এলকাবাসী সূত্রে জানাযায়, ডোমার রেল ষ্টেশনের মেরামত ও সংস্কার কাজ শেষে পুরাতন সংকেত যন্ত্রের লোহার খুটি ,যন্ত্রাংশ,রেল লাইন পরিবর্তনকারী লিভারসহ বিপুল সংখ্যক লোহার মালামাল কোন রকম কাগজ পত্র ছাড়াই ষ্টেশন এলাকা থেকে বৈদ্যনাথ (ষ্টেইনার অব সিগনাল পার্বতীপুর) পরিচয় দিয়ে পিকআপ যোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পিকআপ ভ্যানটি আটক করে।
পরে ঘটনাস্থলে সংবাদকর্মী ও ডোমার থানার এসআই খাদেমুল এসে উপস্থিত হয়ে মালামাল পরিবহনের সপে কাগজ পত্র দেখতে চাইলে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিল সহি বিহীন সাদা কাগজ দেখায়। এতে বিষয়টি সন্দেহজনক হওয়ায় ডোমার থানা এস আই খাদেমূল হক মালামালসহ ভ্যানটি থানায় নিয়ে যায়। এবিষয়ে পার্বতীপুর রেলওয়ে সিনিয়র সাব-এসিষ্টেন্ট ইঞ্জিনিয়ার মোজাফ্ফর আলী জানান, মালামালগুলো নিয়ে এসে আমাদের কাছে বুঝিয়ে দিলেই হলো, কাগজ পত্রের তেমন দরকার নাই। কোথায় কয়টি মালামাল খুলেছে তা আমাদের জানা আছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item