বিষ খাইয়ে গরু মেরে ফেলা এ কেমন নিষ্ঠুরতা?

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি-
সৈয়দপুরে এক বৃদ্ধের প্রায় ৮০ হাজার টাকার মূল্যের দুটি গাভীকে জোবার সাথে বিষ খাইয়ে মেরে ফেলার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টায় এ ঘটনা ঘটেছে শহরের কাজীহাট পানি ট্যাংকি সংলগ্ন এলাকায়। গাভীর মালিক পুলিশী ঝামেলা এড়াতে স্থানীয় থানায় মামলা না দিয়ে তদবির দাতাদের ১০ হাজার টাকা প্রদান করে মোট ৩৫ হাজার টাকায় আপোষ মিমাংসা করেছে বলে জানা যায়।

সূত্র মতে, শহরের কাজীহাট পানি ট্যাংকি সংলগ্ন বসবাসকারী মো. এহিয়া (৭০) গরুর খামার করে সংসার পরিচালনা করে আসছিল। বৃদ্ধের খামারে থাকা মোট ১০টি গাভী প্রতিদিন ৭০/৮০ কেজি দুধ দেয়ায় একটি কুচক্রি মহলের কুদৃষ্টি পড়ে। কিভাবে ওই বৃদ্ধের গাভী মেরে ফেলা যায় এ নিয়ে ফন্দি করে এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে শহরের হাতিখানা মহুয়াগাছ এলাকার সাইদুলের ছেলে মাসুম (২০) ও করিম মিস্ত্রীর ছেলে ইসলাম(২০) ওরফে টেনির হাতে বিষ তুলে দেয় গরুগুলিকে মেরে ফেলার জন্য। পর্দার আড়ালে থাকা কুচক্রি মহলের নির্দেশে ওই যুবকরা গোপনে কাজীহাট এলাকায় গিয়ে ঘরের বাইরে থাকা গাভী দুটিকে ডোবার সাথে বিষ মিশে দেয় খাবার জন্য। গাভী দুটি জোবায় মেশানো বিষ খাওয়ার মাত্র ১০ মিনিট পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে রাত প্রায় ১২টার দিকে যুবক দুটিকে আটক করলে আটক যুবকদের পক্ষে হাতিখানা এলাকার হানিফ নামের এক ব্যক্তি ও গাভীর মালিকের পক্ষে থাকা পিকে সাইদুল নামের এক ব্যক্তি স্থানীয় থানায় মামলা না দিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করে গাভীর মালিককে ৩৫ হাজার টাকা দিয়ে আপোষ মিমাংসা করেন। এ নিয়ে এলাকায় চলছে টানটান উত্তেজনা। পর্দার আড়ালে থাকা কুচক্রি মহলকে পর্দার বাইরে আনতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item