ডোমারে জুয়ারী আটক ১৫ দিনের জেল

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ১ জুয়রী আটক ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছার চিকারহাট এলাকায়। জানাযায় ২০মে বুধবার সকালে ডোমার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল ইসলাম ও খাদেমুল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া(পোক) খেলা অবস্থায় ১ জনকে আটক করে।
বাকী জুয়ারী সব পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও)মোহাম্মদ শফিউর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়া আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার কৃত নজরুল ইসলাম আনতাব(৪০) সোনারায় ইউনিয়নের জামির বাড়ী হুজুর পাড়া গ্রামের মৃত গবির উদ্দিনের পুত্র বলে যানা যায়। প্রসাসনের কর্তাব্যাক্তিদের ম্যানেজ করে এলাকার আব্দুল কাদেরে পুত্র রানা,রফিকুলের পুত্র সাজু,মকবুলের পুত্র শফিকুর,আব্দুস ছাত্তারের পুত্র দুলালের সহযোগিতায় দির্ঘদিক ধরে এ জুয়া চালিয়ে আসছে বলে একাধিক সুত্রে যানাযায়। এবিষয়ে সংশীষ্ট ইউপি চেয়ারম্যান ফজলুল করিম সরকার জানান,ডুগডুগী ও চিকার হাট এলাকায় দির্ঘ দিন ধরে তাস,লুডু ও পোক নামক খেলাটি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে এলাকার অনেক যুবক সর্বশান্ত হয়ে স্ত্রী সন্তান রেখে ঢাকায় গিয়ে রিক্সা টানছে। অনেক চেষ্টা করে খেলা বন্ধ করা সম্ভব হয়নি। এলাকায় জুয়া বন্ধে প্রসাসনের হস্তপে কামনা করেন এলাকার সচেতন মহল।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item