নীলফামারীতে সাতদিন ব্যাপী নারী উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃরবিবার দুপুরে নীলফামারী চেম্বার ভবনে নারী উদ্যোক্তা তৈরিতে সাতদিন ব্যাপী বেসিক সেলাই কাটিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব ও নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসুচীর পরিচালক কফিল উদ্দিন, মন্ত্রনালয়ের উপ সচিব এ জাফর সরকার, এফবিসিসিআই’র হিসাব রক্ষন কর্মকর্তা কামরুল হাছান, নীলফামারী চেম্বারের সহ সভাপতি নুরুজ্জামান ।

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের পরিচালনায় ও দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র(এফবিসিসিআই) আর্থিক সহযোগীতায় নীলফামারী চেম্বার অব কমার্স আয়োজনে বেসিক সেলাই কাটিং ও বিউটিফিকেশন কোর্সে দুই ব্যাচে ২০জন করে ৪০জন নারী প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে তাদের আয় বর্ধক কর্মকান্ডে জড়িত থাকার প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে প্রতিষ্ঠানটির পক্ষ্য থেকে। তিনি জানান, মুলত নারী উদ্যোক্তা তৈরি এবং আর্থিক ভাবে স্বাবলন্ধী হওয়ার ক্ষেত্রে নিজেদের জড়ানোয় কর্মসুচীর উদ্দেশ্য।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item