পঞ্চগড়ের দিনবাজার ছিটমহলে ভারতীয় সহকারি হাই কমিশনার সন্দীপ মিত্র

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃবাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, ছিটমহল বাসীরা কেমন আছেন । তাদের দূঃখ দুর্দশা দেখাই আমার আসার উদ্দেশ্য।
ছিটমহল বিনিময়ে আর কোন প্রতিবন্ধকতা নেই। দুই দেশের সরকার যথেষ্ঠ আন্তরিক। কিছু আইনগত প্রক্রিয়া এখনো বাকি আছে।
তা দ্রুত সমাধান হয়ে যাবে। কিন্তু কিছুদিন সময় লাগবে। আমি আশা করছি খুব শীঘ্রই সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে ছিটমহল বিনিময় হবে।
তিনি সোমবার বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ  উপজেলার অভ্যন্তরে ভারতীয় শালবাড়ী,কাজলদিঘী,বেউলা ডাঙ্গা,নাটোকটোকা ছিটমহল পরিদর্শনে এসে এক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো  বলেন, ছিটমহল বিনিময় বাস্তবায়নের সময় বাস্তব কিছু সমস্যা সামনে আসবে। তা সমাধানের জন্য উভয় দেশের অধিকারীকরা আছেন। তারা এ ব্যাপারগুলো দেখবেন। বিষয়গুলো নিয়ে দুই দেশের সরকারও অবহিত আছেন। এ জটগুলো নিশ্চয়ই কেটে যাবে। এ সময় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির আইন উপদেষ্টা আব্রাহাম লিংকন, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ,আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী,টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম রহমান, সিটমহলের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সিটমহলের আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মাজেদ সরকার  প্রমূখ বক্তব্য রাখেন।#

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item