ডোমারের চিলাহাটি ও ভোগডাবুড়ীতে পিডিবির শতশত বিদ্যুৎ সংযোগ বিপদজনক খোলা তার ও বাঁশের খুঁটি দিয়ে

এ,আই,পলাশঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নসহ চিলাহাটি বিভিন্ন এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি’র  ডোমার অফিস কর্তৃক দুরনীতি পরায়ণ ব্যাক্তিদের সহযোগীতায় বাঁশের খুঁটির উপর বিপদজনক অবস্থায় মাইলের পর মাইল কভার বিহীন খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিভিন্ন এলাকায় মরণ ফাঁদ তৈরী করে রেখেছে। এব্যাপারে বিদ্যুৎ বিভাগের উর্ধতন কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই বিপদজনক মাইলের পর মাইল খোলা তারের সংযোগের কথাগুলো উত্থাপন করলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। অথচ এই বর্ষা মৌসূমে ঝড় বৃষ্টির মাঝে এই খোলা তারের সংযোগুলো রাতের আধারে মাটিতে পড়ে গিয়ে সবসময় সাধারণ পথচারী ও মানুষরা বিপদের সম্মুখীন হচ্ছে।

জানা গেছে। ডোমার উপজেলার ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নসহ চিলাহাটির বিভিন্ন এলাকায় এই অবৈধ খোলা তার দিয়ে মাইলের পর মাইল পিডিবি’র দুনীতি পরায়ন ব্যাক্তিরা প্রতিদিনেই এই বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছে। গত ২২শে মে ২০১৫ইং রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাখারী পাড়া গ্রামে দুইটি জিবিত গাছের উপর বিদ্যুতের মেইল তার সংযোগ করে সেই স্থান থেকে দীর্ঘদিন যাবত ভোগডাবুড়ীসহ পার্শবর্তী কেতকীবাড়ী ইউনিয়নের বাশের খুঁটির উপর দিয়ে খোলা তারের মাধ্যমে অসংখ্য সংযোগ প্রদান করে পিডিবি। এরই সূত্র ধরে উক্ত দিনে সকাল ১০টার দিকে কেতকীবাড়ীর আদর্শ পাড়ার আমছার আলীর স্ত্রী আনজু বেগম (৩৫) ক্ষেতে গরু বাধতে এসে ছিড়ে যাওয়া মাটিতে পড়ে থাকা তারে আটক হয়ে যায়। এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে আনজু বেগমকে আহত অবস্থায় উদ্ধার করলেও গরুটি সেখানেই মারা যায় যার আনুমানিক মুল্য প্রায় ত্রিশ-পয়ত্রিশ হাজার টাকা।অপরদিকে ভোগডাবুড়ী ইউনিয়নের থানা বাজার থেকে চৌকিদারের মোড়, প্রামানিকপাড়া, ডাঙ্গাপাড়া, মিলন বাজার হয়ে খানকা শরীফ থেকে প্রায় তিন কিলোমিটার একই কায়দায় খোলা তার দিয়ে বাঁশের খুঁটির উপর বিপদজনক অবস্থায় এই সংযোগগুলো দীর্ঘবত প্রদান করে আসছে পিডিবি। এব্যাপারে ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদ্যস সহিদুল ইসলাম লিটন বলেন, পিডিবি’র এই ধরণের বিপদজনক সংযোগের কারণে বিভিন্ন এলাকায় এই ধরণের দুর্ঘটনা ঘটছে। এব্যাপারে বহুবার বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে কোনপ্রকার এই ধরণের অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব হয়নি। তবে উক্ত বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলেই ডোমার পিডিবির দুর্নীতির মাধমে অবৈধ খোলা তারের বাশের খুঁটির উপর মাইলের পর মাইল সংযোগগুলোর থোলের বিড়াল বেড়িয়ে আসবে। 

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 7378438793987329638

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item