ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ কন্যার জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট- বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কন্যা বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, রূপা হক রুশনারা আলী বিজয়লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট রুপা হক পেয়েছেন ২২ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট রুশনারা আলী ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন হাজার ৭০ ভোট


  টিউলিপ সিদ্দিক, রূপা হক রুশনারা আলীর জয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে অভিনন্দন জানিয়েছেন
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, রাষ্ট্রপতি বলেছেন, বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়লাভ করায় বৃটিশ-বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে আবদুল হামিদ ব্রিটেনে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনে তাদের সাফল্য কামনা করেন
এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকসহ অপর দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলী রূপা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল তথ্য নিশ্চিত করেন 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item