বায়নাকৃত জমি অন্যের কাছে বিক্রির পায়তারা চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ
সৈয়দপুরে বায়নাকৃত জমি অপর আর একজনের কাছে বিক্রি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বায়নাসুত্রে মালিক ব্যক্তিটি ঘটনাটির সত্যতা পেয়ে ওই জমি ক্রয় হতে বিরত থাকতে জনসাধারনের জন্য পেপার পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করায় জমিটির স্বত্ত্বাধিকারী চলাচলের রাস্তায় দেয়াল দিয়ে ঘিরে ফেলে এবং মামলা করে জমিটি প্রাপ্তির হুমকি দেয়। গতকাল এ ঘটনাটি ঘটেছে শহরের কাজীরহাট হাওয়ালদার পাড়া এলাকায়।

জানা যায়, সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আশরাফ হোসেন বিগত ১৬ বছর আগে সৈয়দপুর মৌজার খতিয়ান ৯৪ পুরাতন ৪৮১ বুজারত দাগ নং ৩২৯ পুরাতন ৫৬৭, ৫৬৮, ৫৫৫ ও ৫৭১ নতুন এর ৪ শতক জমি কাজীরহাট হাওয়ালদার পাড়ার মোস্তফা, আনোয়ার, মুন্না, জালাল, ফাতেমা বেওয়া ও মোছাঃ আছমা খাতুনের কাছে ক্রয় করার জন্য বায়নানামা রেজিষ্ট্রী করেন। ওই সময় উল্লেখিত জমিটির পক্ষে বিপক্ষে আদালতে মামলা থাকায় রেজিষ্ট্রী করা সম্ভব হয়নি এবং মামলা নিষ্পত্তি হলেই জমিটি রেজিষ্ট্রী করে দেয়ার অঙ্গীকার নামা হয়। দীর্ঘ ১৬ বছর মামলা চলার পর গত ৫/৬ মাস আগে মামলাটি নিষ্পত্তি হলেও জমিটির স্বত্ত্বাধিকারী রেজিষ্ট্রী করতে গড়িমসি করে এবং অন্যের কাছে গোপনে বিক্রি করার অপচেষ্টা চালায়। এতে আশরাফ হোসেন বাধা প্রদান করলে মোস্তফা সহ অন্যান্যরা রাতের অন্ধকারে জমিটি দেয়াল দিয়ে ঘিরে ফেলে এবং আদালতে মামলা করেই জমিটি দখল নিতে হবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের কাছে ন্যায় বিচার দাবী করেছেন আশরাফ আলী।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item