রাজশাহী টু চিলাহাটি আন্তনগর তিতুমীর ট্রেনে অনিয়মের স্বর্গ রাজ্য

আবু ছাইদ,চিলাহাটী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারী জেলার শেষ সীমান্ত এলাকা চিলাহাটি রেল ষ্টেশন। চিলাহাটিতে প্রতিদিনই দুপুর ২.০০ টার দিকে রাজশাহী থেকে আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেসটি প্রবেশ করে। আর এই ট্রেনেই নিয়োজিত আইন শৃঙখলা বাহীনির সদস্য, টি টি, এটে›েডন্স সহ বিভিন্ন কর্মচারীরা প্রতিদিন অবৈধ পথ অবলম্বন করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অপর দিকে  এ ব্যাপারে কোন বৈধ ট্রেন যাত্রী প্রতিবাদ করলে তাকে ভারতীয় মাল দিয়ে চালান করে দেওয়ার হুমকি প্রদান করে জি আর পি পুলিশ সহ ট্রেন কর্মচারীরা। সরে জমিনের চিলাহাটি রেল স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশন প¬াটফর্মে অনিয়মের চিত্র গুলো সত্যতা । এবং শতকরা ৭০ ভাগ যাত্রিই টিকিট ছাড়া অল্প টাকায় ট্রেনের কর্মচারিদের মাধ্যমে ভ্রমন করেন বলে বৈধ যাত্রীরা জানান।

উলে¬খ্য বাংলাদেশ রেলওয়ে জন সাধারণের সেবার লক্ষ্যে, প্রতিনিয়ত রেল বিভাগকে উন্নত করার লক্ষ্যে এবং সাধারণ যাত্রিদের সেবার মানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কর্ম কান্ড করে যাচ্ছে। সেই লক্ষ্যে বর্তমান সরকার রেল বিভাগটিকে আরো উন্নত করার লক্ষ্যে পৃথক একটি মন্ত্রনালয় তৈরী করেন। অথচ এই দুর্নিতিবাজ কর্মকর্তা কর্মচারীদের কারনে প্রতিদিন সরকারকে লক্ষ্য লক্ষ্য টাকা লোকসান গুনতে হচ্ছে। এর কারনে ট্রেন যাত্রীরা টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় না করে অল্প টাকায় রেল জি আর পি, এটেন্ডেস, টিটি সহ কর্মচারীদের মাধ্যমে ভ্রমন করে আসছে দীর্ঘদিন যাবত। চিলাহাটি রেল স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৫ শতাধীন যাত্রী এই তিতুমীর ট্রেনে ভ্রমন করেন। সেই অনুপাতে চিলাহাটি রেল স্টেশনের আয় হওয়া প্রয়োজন ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু রেল ষ্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় তাদের প্রতিদিনে টিকিট বিক্রয় হয় ২ থেকে ৩ হাজার টাকা। গত ৭ মে ২০১৫ইং তারিখে চিলাহাটির উন্নয়ন কমিটি ও স্থানীয় সাংবাদীক বৃন্দদের সহযোগীতায় উক্ত ট্রেনটি স্টেশনের পৌছার পুর্বেই উন্নয়ন কমিটির সদস্যরা স্টেশনে পৌছে ট্রেন যাত্রীদের টিকিট ক্রয়ের জন্য উৎসাহ প্রদান করেন। এবং বিনা টিকিটে ভ্রমন করলে সেই যাত্রীর কি পরিমান জরীমানা হবে সে ব্যাপারে অবগত করা হলে নিমিশেই সেই টিকিট কাউন্টারে উপচে পড়া ভীড় জমে উঠে এবং ১৮ হাজার টাকার টিকিট বিক্রয় হয়। উক্ত কর্মকান্ডের ফলে এলাকার  সুধী মহল উন্নয়ন কমিটি এবং স্থানীয় সাংবাদীকদের ধন্যবাদ জানিয়েছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item