নীলফামারী ও পঞ্চগড়ের শেষ সীমান্তের ভারতীয় ছিটমহলে প্রশাসনের মতবিনীময় সভা

আবু ছাইদ,চিলাহাটী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ও কেতকীবাড়ী এবং জোড়াবাড়ী ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা ভারতীয় ছিটমহল বালাপাড়া খাগড়াবারী এবং কোট ভাজনী ছিটমহলের সমন্নয়ের গত ৯ মে ২০১৫ইং বিকাল ৫টার দিকে বালাপাড়া খাগড়াবাড়ী ছিট মহল মাঠে পঞ্চগড় জেলার পুলিশ প্রশাসনের সাথে দুই ছিটমহলের হাজার হাজার ছিটে বসবাসকারীদের সাথে মত বিনিময় ও ছিট মহলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ভারতীয় বালাপাড়া খাগড়া বাড়ী ও কোট ভাজনীর ছিট মহলের কমিটিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবুল কালাম, সার্কেল অফিসার মোঃ কফিল উদ্দীন, দেবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওসার আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ও নীলফামারী জেলা ছিটমহল সমন্নয় কমিটির
সভাপতি ৭৮নং গাড়াতি ছিট মহলের চেয়ারম্যান মোঃ মফিজার রহমান, ছিট সমন্নয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান, বালাপাড়া খাগড়াবাড়ী ছিট মহলের চেয়ারম্যান সফিকুল ইসলাম কাজল, কোট ভাজনীর চেয়ারম্যান আলতাফুর রহমান, রিজু প্রামানিক, দেবীগঞ্জের ট্রেপ্রিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাপ রহমান, সাবেক চেয়ারম্যান আজিজুল হক সরকার, দেবীগঞ্জ ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, ছিটমহলের সমন্নকারী সংগঠনের নেতা শফিউল হক, ইমু মেম্বার, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মুরাদ আলী প্রামানিক, আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেপ্রিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান গোলাপ রহমান, প্রধান অতিথি পুলিশ সুপার ছিটমহলবাসীদের উদ্দেশ্যে বলেন দীর্ঘ ৪৪ বছর পর বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে আজ আপনাদের নির্দিষ্ট ঠিকানার বন্দবস্ত করেছেন। শুধু আপনাদেরই নয় এই অঞ্চলের ১১১ টি ছিট মহলের বাসিন্দাররা আজ আপনাদেরই মত আনন্দ উল্লাসে আত্মহারা। তাই আজকের এই আনন্দের অংশিদার বর্তমান সরকার । অতিজরুরী আপনাদের জন্য আরো কিছু সম্মান জনক প্রস্তাব আসছে যাতে করে আপনারা বাংলাদেশের মানুষের মত মাথা উচু করে বাঁচতে পারেন। পরিশেষে পুলিশ সুপার সব কিছু বিভেদ ভুলে গিয়ে ছিটমহল কমিটিকে আরো শক্তি শালী ও বেগবান করে বর্তমান সরকারের সাথে হাত মিলি কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। আলোচনা সভাটি উপস্থাপনা করেন ভোগডাবুরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল

পুরোনো সংবাদ

রংপুর 6859229236750169461

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item