ডোমারে ৩শ’ একর জমির বোরো ধান নষ্ট,কৃষক দিশেহারা

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>> 
নীলফামারী ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে মিরজাগঞ্জ এলাকায় প্রায় ৩শ’ একর জমির ধান মরে যাওয়ায়  কৃষকের মুখে হাসি নেই। এতে করে বীজ ব্যাবসায়ী ও কৃষি অফিসের কর্তৃপকে দায়ী করেছে ভূক্তভূগী কৃষকেরা। সরেজমিনে যানাযায়, জোড়াবড়ী ইউনিয়নের সদর পাড়া গ্রামের কৃষক হাচান জানান,গত বছর বোরো ভিত্তিধান(২৮) ৩ একর জমিতে লাগিয়ে নিয়মিত সেচপাম্প দিয়ে কাটাই মারাই করে মোট ধান পেয়েছি ২৪০ মন।
এবার ধানের গাছ শীষ রের হওয়ার আগেই মরে যাওয়ায় ৩একর জমিতে ১০ থেকে ১২ মন ধান ঘড়ে উঠতে পাওে বলে তিনি যানান। কৃষক নজরুল ইসলাম বলেন,তার নিজস্ব কোনো জমি নেই অন্যের জমি বর্ঘাচাষী হিসাবে ২ একর জমি আবাদ করেন  ১শত ১০ মট ধান পেয়েছি গত বছর। এবার সেই জমি থেকে ৫ থেকে ৭ মন ধান হতে পারে বলে আশা করেন। জমি মালিকের ধান দেওয়াতো দুরের কথা তেল,সার,কিটনাশক,কামলার টাকা তোলায় বড় দায় হয়ে দাড়িয়েছে। ধান গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে অথবা ধানের শীষ বের হওয়ার কয়েকদিন পরে মাথাটি শুকিয়ে দানা আসার আগেই নষ্ট হচ্ছে গাছটি। ঋণ ধার করে আবাদ করা বোরো ধান ঘড়ে না উঠার কারনে স্ত্রী সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হবে আমাদের। তাই সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করবে বলে জানান তিগ্রস্থ কৃষকেরা। বর্তমানে তার সমস্ত েেতর ধান মরে গেছে তাই মরা ধান কেটে গরুর খাদ্য হিসাবে তা ব্যাহার করছে। কৃষক বাচ্চু মামুদ বলেন,ডোমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জোড়াবাড়ী ইউনিয়নের দাযীত্ব প্রাপ্ত বি,এস নূরনবীর পরামর্শে নাটিবো,জিল,ভিরতাকো,ট্রিল ব্যাহার করেছি তার পরেও ধানের এ অবস্থা। কৃষক আব্দুর রহমান ২একর,হামিদা বেগম ১একর,ইদ্রিস আলী ১০একর,জামিয়ার রহমান ৪একর,জামাল হোসেন ৪একর,আঃ রহিম ৩একর,দুলাল হোসেন ৪একর সহ শতশত একর জমির ফসল মরে যওয়ায় বিএস নূরনবী ও কৃষি অফিসের কর্তৃপকে দায়ী করেছে একাধিক কৃষক। এবিষয়ে ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এনামুল হক জানান,আবহাওয়া জনিত কারনে পরিচর্চার অভাবে ধান গাছের এঅবস্থা তবে আমরা কৃষকের কাছে গিয়ে পরামর্শ দিয়ে অনেক ভাল করাতে পেরেছি। তিগ্রস্থ কৃষকেরা উর্দ্ধতন কর্তৃপরে নিকট কৃষক ভূর্ত্তুুকির বিষয়টি আশু সমাধানের জোর দাবী জানিয়েছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item