পঞ্চগড়ে ভূমিকম্প আতঙ্কে একজনের মৃত্যু ও আহত অনেকে

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূমিকম্প আতঙ্কে নুরনেহার বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অপরদিকে গুরুতর আহত অবস্থায় দুলাল (৮) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টা ৬ মিনিটে পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হলে ওই বৃদ্ধা আতঙ্কে মারা যান। নিহত ওই বৃদ্ধা তেঁতুলিয়া উপজেলার খনিয়াভিটা গ্রামের কলিম উদ্দির স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে ভূমিকম্প শুরু হলে দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় ওই বৃদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিতম্বর রায় তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে ভূমিকম্প আতঙ্কে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্যান্য সমস্যায়  জেলার বিভিন্ন বয়সের প্রায় ১৫ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদের জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভূমিকম্পের সময় গাছ থেকে পরে তেঁতুলিয়ার ভজনপুর এলাকার দুলাল হোসেন নামে এক তৃতীয় শ্রেণির ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত দুলাল ওই এলাকার হবিবর রহমানের ছেলে। সে ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।

পুরোনো সংবাদ

রংপুর 7901847126615176487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item