ডোমারের তুহিন বাজরে ১০টি দোকানে দূধর্ষ চুরি,এলাকায় আতংক ।

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধি>> নীলফামারীর ডোমারে ১০টি দোকানে দূর্ধষ চুরি । এনিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর তুহিন বাজার এলাকায়। জানাযায় ১৯মে রাত ৩টায় ১০ থেকে ১২ জন চোর এসে বাজারের পাহাড়াদার খতিবর রহমান ও সাইবুলকে গাছের সাথে বেধেঁ রেখে
১০টি দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে রবিউল ইসলাম ভূট্টোর মুদিখানা,শুনিল চন্দ্রের ব্যাটারী ও সাউন্ড,শফিকুলের মোবাইল,নরেশ চন্দ্রের হার্ডওয়্যার,শহিদুল ইসলামের কসমেটিক্স,ডাঃ মোস্তাফিজর ও ডাঃ বুলবুলের ঔষধ,জাকারিয়ার  ও রহমত আলীর পান দোকান,ইলিয়াছ আলীর চা দোকানের টিভি সহ মোট ১০টি দোকানের নগত অর্থ সহ প্রায় ৮ লাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বাজার কমিটির সভাপতি ছপিয়ার রহমান জানান,গত কয়েক মাসের মধ্যে জোড়াবাড়ী ইউনিয়নে সর্ব মোট ৬ হতে ৭ টি জায়গায়  এ ধরনের চুরি সংঘটিত হয়েছে। এ মধ্যে দণি পাড়া তুষার সিদ্দিকীর বাড়িতে ট্যাকক্টরের ২ টি পিনিয়াম, সুমন ইসলাম বাবুর বাড়ী থেকে টাকা ও স্বর্নালংকার, রইছুর ও রমজানের ২ টি ভ্যান গাড়ী। ষ্টেশন পাড়া রোজির বাড়িতে কাপড় গয়না। মাঝাপাড়ার মির্জা ও রাশেদুল বৈদ্যুতিক লাইনের তার সহ এলাকায় চুরি বেড়েই চলেছে ব্যাপক হারে। এ বিষয়ে ডোমার থানা পুলিশ এলকা পরিদর্শন করেন। এলাকাবাসী অভিযোগ করেন উক্ত ইউনিয়নে বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসে সে কারনে চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জোড়াবাড়ী ইউনিয়নবাসী জুয়া আসর গুলি বন্ধ করে চোরের কবল থেকে রক্ষা পেতে  প্রসাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item