বেরোবিতে ভর্তি পরীক্ষা বদলির দায়ে গ্রেফতার ৫ : মামলা প্রক্রিয়াধীন

হাজী মারুফ রংপুর ব্যুরো-
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) ২০১৪-১৫ সেশনের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় বদলির দায়ে ৫ জনকে ধরে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ সোমবার তারা বিভিন্ন ইউনিটে ভর্তির সাক্ষাৎকার দিতে এসে তারা ধরা পরে বলে জানা যায়।বদলি পরীক্ষার দায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন , ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে হাসান মিয়া , তাকে ঋ ইউনিটের সাক্ষাৎকার দেওয়ার সময় ধরা হয় , ফরিদপুরের শালথার উজিরবখত গ্রামের বাবুল মোল্লার ছেলে মনিরুজ্জামান , তাকে ই ইউনিটের সাক্ষাৎকার দেওয়ার সময় ধরা হয়, রংপুরের পাগলাপীরের মাহাফুজার রহমানের ছেলে কামরুল হাসান ঈ ইউনিটের সাক্ষাৎকার দিতে এসে ধরা পরে , ট্ঙ্গাাইলের শখিপুরের আ: রশিদের পুত্র আবুক্কর সিদ্দিক ঈ ইউনিটের সাক্ষাৎকার দিতে এসে ধরা পরেন। অপর জনের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়,তারা প্রবেশ পত্রের ছবি পরিবর্তন করে  অন্য জনের মাধ্যমে পরীক্ষা পরীক্ষা দেওয়ান। আর সাক্ষাৎকার দিতে এসে তাদের ছবি মিলাতে গিয়ে গরমিল তৈরী হয়। পরে তাদেরকে বদলি পরীক্ষার দায়ে গ্রেফতার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির এস আই শফিকুল ইসলাম জানান, তাদেরকে আমাদের হাতে হস্তান্তর করেছে। আমরা তাদেরকে মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।তিনি আরো বলেন , আমাদের মনে হয় এদের সাথে কোন শক্তিশালী চক্র জড়িত আছে। আমরা তাও খতিয়ে দেখার চেষ্টা করছি।উল্লেখ্য , ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম গ্রেফতার হয়েছিলেন। তখন অনেকেই ধারণা করেছিলেন যে , কোন একটা শক্তিশালী চক্র একাধিক জনকে বদলি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছেন। এবং তারা পরীক্ষা দিয়ে চলেও গেছেন। তারেই পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকারে কড়া নজরদারি করার ফলে এদেরকে ধরতে সক্ষম হয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী কাল মঙ্গলবারও আরো কড়া নজরদারি করা হবে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7497905070423854922

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item