ডোমারে ওসির অপসারনের দাবিতে শ্রমিক সমাবেশ

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ 
নীলফামারীর ডোমার থানার ওসির অপসারন ও শাস্তির দাবিতে সমাবেশ করেছে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার দুপুরে ডোমার শহরের স্থানীয় শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ,সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, সম্পাদক আক্তারুল হক, ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, সাধারন সম্পাদক সেলিম রেজা, ডোমার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা যুবলীগ ও বনিক সমিতির সাধারন সম্পাদক আমিনুর ইসলাম রিমুন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তাদের অভিযোগ ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন ডোমার উপজেলায় গডফাদারে পরিনত হয়েছে। সত্যকে মিথ্যা, আর মিথ্যা কে সত্য বলে সাধারন মানুষজনকে হয়রানী সহ ঘুষ গ্রহনের রামরাজত্ব কায়েম করেছে।
বক্তারা বলেন, মিথ্যে বাল্য বিয়ের ঘটনা নিয়ে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায় ডোমার পৌরসভার চিকনমাটি সবুজপাড়া গ্রামে। সেখানে উপস্থিত হয়ে পুলিশ ওই গ্রামের ছামিউল আলমের ৭ম শ্রেণী পড়–য়া মেয়ের বাল্য বিবাহের উড়ো খবরে উক্ত স্থানে গিয়ে অতর্কিতভাবে লাঠি চার্জ শুরু করে। এসময় উপজেলা নির্মান শ্রমিকনেতা ও ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি একরামুল হক বাইগোন লাঠি চার্জের কারণ জানতে চাইলে তার উপরও পুলিশ নির্যাতন শুরু করে। এসময় শ্রমিকনেতা একরামুল হক বাইগোন(৪৫)সহ ছামিউল ইসলাম (৪০)ও রেজাউল করিম (৩২)কে পুলিশ আটক করে থানা নিয়ে গিয়ে তাদের বেধরকভাবে পেটায়। এতে  একরামুল হক জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে পরদিন শনিবার সকালে পুলিশ আটক তিনজনকে বাল্য বিয়ের অপরাধে  ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের কাছে নিয়ে গিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠায়।
বক্তরা আরো বলেন, সেখানে বাল্য বিয়ে কেন? কোন বিয়ের অনুষ্ঠানই ছিলনা। সেখানে পুলিশ গিয়ে সন্ত্রাসী কায়দায় সাধারন মানুষজনের উপর ঝাপিয়ে পড়ে মানবাধিকার লংঘন করেছে। তাই বক্তারা ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেনের অপসারন সহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে। অন্যথায়  কঠোর কর্মসুচি দেয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4235170267099791596

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item