ডোমারে ইউএনও,ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ,৩ জনের জেল

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ইউএনও ও ওসির হস্তেেপ বাল্য বিয়ে বন্ধ,৩ জনের ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ১৫মে রাতে ডোমার পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডের প্রশিকা সবুজ পাড়া গ্রামের মাংস বিক্রেতা সামিউল ইসলামের কন্যা ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ৭ম শ্রেনীর ছাত্রী সানু আক্তার(১৪)’র সাথে পৌরসভা ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়া গ্রামের রশিদুল ইসলাম রৌশ্যার পুত্র ছনি(১৬),র বিয়ে ঠিক হয়।
সংবাদ পেয়ে ইউএনওর নির্দেশে ডোমার থানার এসআই আশরাফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়ীতে গিয়ে তা বন্ধের কথা বলতেই তারা পুলিশের উপর চরাও হয়ে ইট পাটকেল মারতে থাকে। এবং পুলিশদের অবরুদ্ধ করে রাখে কনের বাড়ীর লোক জন। অবস্থা বেগতিক দেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান ও থানার ওসি মোয়াজ্জেম হোসেন গিয়ে পরিস্থিতি শান্ত করতে সম হয়। পরে সেখান থেকে কনের বাবা সামিউল(৪০),চাচা এনামুল হক বাইগোন(৪৬)বরের দুলাভাই রেজাউল করিম(৩২(কে গ্রেফতার করে থানা পুলিশ। রাত ১২টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬(১) ধারা মতে গ্রেফতারকৃত ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ইউএনও ও ওসির সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।        

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item