জলঢাকায় চুরি ও জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন

মর্তুজা ইসলাম, জলঢাকা,নীলফামারী,প্রতিনিধিঃ
জলঢাকায় চুরি ও জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা মীরগঞ্জ ইউনিয়ন পাঠানপাড়া বনিক সমিতি। গতকাল দুপুর ১২ টায় পৌরশহরে জিরোপয়েন্ট মোড়ে হাজারো তিগ্রস্থ সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসুচীতে অংশ গ্রহন করেন। চুরি সংঘঠিত পরিবারদের সঙ্গে নিয়ে পাঠানপাড়া বনিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন হয়।
কর্মসুচীতে বনিক  সভাপতি ফজলুল করিম খান এর সভাপতিত্বে বক্তব্য সাধারন সম্পাদক আবুল হাসিম খানসহ শেখ আনোয়ার হোসেন, কোষাধ্য নুর আলম, যুবলীগ নেতা মাসুদ রানা, প্রজন্মলীগ নেতা লায়ন খান প্রমুখ। বক্তরা বলেন, দলীয় প্রভাব ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিদিন প্রতিনিয়ত উপজেলার কোথায় না কোথাও চলছে জুয়ার মহোৎসব। এতে করে ধ্বংস হচ্ছে শত শত  উঠতি বয়সের যুবক ও সর্বশান্ত হচ্ছে দারিদ্র পরিবার। জুয়ার টাকা সংগ্রহে পরিবারে অশান্তি এবং বেড়েই চলেছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা। এমতাবস্থায় স্থানীয়রা প্রশাসনিক আশু হস্থপে কামনা করেও কোন ফলশ্র“তি পাচ্ছে না বলে জানান ভুক্তভুগিরা। তারা অবিলম্বে চোরদের গ্রেফতার ও জুয়া বন্ধ করার আহবান করে স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে এর প্রতিকার চেয়েছে। উল্লেখ্য গত বুধবার গভীর রাতে উপজেলার পাঠান পাড়া বাজারে নৈশ্য প্রহরীকে অচেতন করে দুর্ধষ চুরি সংঘঠিত করেন দুস্কৃতিকারীরা। স্থানীয়দের মতে জুয়া খেলাকে কেন্দ্র করে এ দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, চোরেরা পিকআপ যোগে প্রায় ৭ ল টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেও প্রতিকার না পেয়ে বাধ্য হয়েই স্থানীয়রা এ মানববন্ধন কর্মসুচী পালন করে। এ ঘটনায় পুনরায় থানায়  অভিযোগ দায়ের করেন ভুক্তভুগিরা।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item